জেলা

জেলা পরিষদের সদস্যার শ্লীলতাহানীর অভিযোগে অভিযুক্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

নিজস্ব সংবাদদাতা,

জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুললো পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য দপ্তরের স্থায়ী সমিতির এক সদস্যা। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ডেবরা থানায়। চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, বেশ কয়েকদিন আগে পারিবারিক সমস্যা নিয়ে জেলা পরিষদেই খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির দ্বারস্থ হয় স্থায়ী সমিতির ওই সদস্যা। সেই সময় ওই সদস্যকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । ঘটনার পর দলের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় চলতি সপ্তাহেই আদালতের দ্বারস্থ হয় সে। অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্যের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪ বি এর মতো জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বুঝে তদন্তভার দেওয়া হয়েছে ডেবরার এসডিপিও সমীর অধিকারী কে। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অভিযোগকারি নিজে। গোটা বিষয়টার পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে বলে দাবি করেন অভিযুক্ত খাদ্য কর্মাধক্ষ্য। গোটা ঘটনা হতাশা জনক বলেও দাবি করেন তিনি।
অভিযোগকারিনী তফসিলি জনজাতিভুক্ত হওয়ার কারনে খাদ্য কর্মাধক্ষ্যের বিরুদ্ধে “Prevention of Atrocities Act,1989” আইন যুক্ত করা হয়েছে মামলায়।
ঘটনার নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব । মুখে কুলুপ এঁটেছে জেলা তৃণমূল নেতৃত্ব।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker