
কম পুঁজিতেও ব্যবসা করে প্রচুর উপার্জন করার উপায় জেনে নিন
১৩ টি লাভজনক ব্যবসায়িক ধারণা
বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-
কম পুঁজিতেও যে ব্যবসা ভীষণ লাভজনক তা হল ডিলারশিপ এর ব্যবসা। কোনো কোম্পানির ডিলারশিপ নেওয়া মানে সেই পণ্য বিপণন কোম্পানির থেকে পণ্য নিয়ে সেই এলাকার উপভোক্তার কাছে সেই পন্য পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব নেওয়াই হল ডিলারশিপ এর কাজ। অর্থাৎ, কোনো কোম্পানির ডিলারশিপ নেওয়ার অর্থ হলো একটি নির্দিষ্ট এলাকায় সেই পণ্যের বিপণন ও বণ্টনের যাবতীয় দায়িত্ব গ্রহণ।
ডিলারশিপ ব্যবসার প্রথম নিয়মই হল, আবেদনকারীকে প্রথমেই তার পছন্দের পণ্য এবং কোম্পানি নির্দিষ্ট করতে হবে। আবেদনকারী যে এলাকার জন্য যে পণ্যের ডিলারশিপ নিতে চাইছে সেই এলাকায় সেই পণ্যের চাহিদা আছে কিনা এবং সেই এলাকার মানুষ ওই দামে ওই পণ্য কিনতে পারবে কিনা তা আগে বিবেচনা করতে হবে। এরপর দেখতে হবে, আবেদনকারী যে কোম্পানির ডিলারশিপ নিতে চাইছে সেই কোম্পানি ওই এলাকায় তার পণ্যের ডিলার নিয়োগ করতে চাইছে কিনা। যদি কোম্পানি বিবেচনা করে দেখে যে, ওই এলাকায় ওই পণ্যের ডিলার নিয়োগ করা যাবে তাহলেই আবেদনকারী ডিলারশিপ পেতে পারবে।
এরপর ওই নির্দিষ্ট পণ্য বিপণন কোম্পানির ডিলারশিপ নিলে সেই কোম্পানি আবেদনকারীর সাথে বিশেষ কিছু শর্ত লেখা চুক্তিপত্রে সই করাবে। প্রত্যেক কোম্পানিরই নিজস্ব কিছু নিয়ম এবং চাহিদা থাকে। সেটা মার্কেটিং টিম, কভার ভ্যান, মালগুদাম ইত্যাদি বিভিন্ন পরিকাঠামো হতে পারে। কোম্পানি আগে নিশ্চিত হবে আবেদনকারীর এই সকল পরিকাঠামো রয়েছে কিনা। যদি কোম্পানি মনে করে আবেদনকারীর সব রকমের পরিকাঠামো রয়েছে, তবেই কোম্পানি সেই আবেদনকারীকে তার পণ্য বিপণনের ডিলারশিপ দেবে। সেই কারণে ডিলারশিপ গ্রহণের সময় কোম্পানির চুক্তিপত্রটি ভালোভাবে পড়ে শর্তগুলি বুঝে নিতে হবে। এরপর ডিলারশিপ গ্রহণের পর কোম্পানি তার চুক্তি অনুযায়ী ডিলারকে ধারে অথবা নগদে পণ্য পাঠাবে।
নিম্নে ১৩ টি লাভজনক ডিলারশিপ ব্যবসার ধারণা দেওয়া হলো
১) প্রধানত গ্রাম এবং শহরতলিতে কৃষিকাজে প্রয়োজনীয় সার, কীটনাশক ইত্যাদির ডিলারশিপ,
২) হাতে চালানো ছোটো কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির ডিলারশিপ,
৩) গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, গাড়ি ডেকরেশনের বিভিন্ন উপাদানের ডিলারশিপ,
৪) ডিলারের নিজস্ব অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে গ্রাম শহর নির্বিশেষে প্রসাধনী সামগ্রীর ডিলারশিপ,
৫) বিল্ডিং ও কনস্ট্রাকশন মেটিরিয়াল যেমন ইট, বালি, লোহা, সিমেন্ট ইত্যাদির ডিলারশিপ,
৬) বড় প্রকাশনী সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিতে স্কুল কলেজ ইত্যাদির পাঠ্য বইয়ের পাশাপাশি সিডি ডিভিডি এবং ম্যাগাজিন প্রভৃতির ডিলারশিপ,
৭) দৈনন্দিন ব্যবহার্য পণ্য বা ফাস্ট মুভি কনজিউমার গুড যা সুনাম যুক্ত এবং দ্রুত বাজারে বিক্রি হওয়া সম্ভব এই রকম পণ্যের ডিলারশিপ,
৮) ভালো বিপণন ও মার্কেটিং যুক্ত ওষুধ কোম্পানির ডিলারশিপ,
৯) ডিলারের নিজস্ব অঞ্চলের আর্থিক চাহিদা অনুযায়ী চামড়া থেকে উৎপাদিত পণ্যের ডিলারশিপ,
১০) প্লাস্টিক, রট আয়রন, স্টিল, কাঠ ইত্যাদি থেকে প্রস্তুত আসবাবপত্রের ডিলারশিপ,
১১) গ্রাম শহর নির্বিশেষে ভেষজ ও আয়ুর্বেদিক পন্যসামগ্রির ডিলারশিপ,
১২) ডিলারের নিজস্ব এলাকার জলের মান এবং আর্থসামাজিক ব্যবস্থা উপযুক্ত হলে মিনারেল ওয়াটারের ডিলারশিপ
এবং
১৩) কাগজ ও স্টেশনারি দ্রব্য যেমন খাতা, পেন, পেন্সিল, রাবার, আর্ট পেপার, প্রিন্টিং পেপার ইত্যাদির ডিলারশিপ।
উপরিউক্ত এই ব্যবসায়িক ধারণা গুলি ছাড়াও আরো অন্যান্য পণ্যের বাজারে চাহিদা অনুযায়ী, পুঁজি অনুযায়ী এবং এলাকার আর্থসামাজিক অবস্থা অনুযায়ী ডিলারশিপ নেওয়া যেতে পারে। তবে সর্বোপরি ডিলারশিপ নিতে গেলে আবেদনকারীকে কোম্পানির পণ্যের মার্কেটিং চাহিদা এবং উপভোক্তার চাহিদা সম্পর্কে বিশদে জানা প্রয়োজন।।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591