বেঙ্গল সমাচার,ডিজিটাল ডেক্স:-
বাতিল ঘোষণা করা হলো ২০০০ এর নোট l নতুন করে নোট (Note) বাতিলের (Cancel) সিদ্ধান্ত! আরবিআই (RBI) অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক নতুন করে ২ হাজার টাকার নোট ছাপবে না। আরবিআই সূত্রে এমনটা জানানো হয়েছে বলে খবর।
১লা অক্টোবর থেকে নতুন ২ হাজার টাকার নোট বাতিল ঘোষণা করল আইবিআই। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত নতুন ২ হাজার টাকার নোট বৈধ থাকবে। ব্যাঙ্কে গ্রাহকরা ২ হাজারের নোট জমা দিয়ে অন্য টাকা নিতে পারবে। ২৩শে মে থেকে ব্যাঙ্কে চালু হবে ২ হাজার টাকার নোট গ্রহণ। একদিনে ২০ হাজার টাকার বেশি ২ হাজার টাকার নোট গ্রহণ করবে না ব্যাঙ্ক। ২ হাজারের নোট বাতিল হলেও চালু থাকবে অন্য নোট।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591