বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গান্ধী চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় এক দিবসীয় আলোচনা সভা
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গান্ধী চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় এক দিবসীয় আলোচনা সভা
বিশ্বনাথ দাস, পশ্চিম মেদিনীপুর :-
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গান্ধী চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হল। গান্ধী, মানব অধিকার ও মানব উন্নয়ন শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী। অধ্যাপক, গবেষক ও ছাত্র ছাত্রী মিলিয়ে প্রায় 200 জন উপস্থিত ছিলেন । উপাচার্য তার বক্তব্যে গান্ধীজির জীবন আদর্শকে পাথেয় করে ছাত্র ছাত্রীদের এগিয়ে যাওয়ার কথা বলেন ।
মানব অধিকার ও মানব উন্নয়ন নিয়ে গান্ধী দর্শনের নানা দিক যেমন আলোচিত হয়েছে ঠিক তেমনই সত্য, অহিংসা ও তপস্যার মধ্যে দিয়ে মানব জীবনের শ্রেষ্ঠ বোধ লাভের দিক সমূহ আলোচনায় উঠে এসেছে ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ আধিকারিক চম্পক ভট্টাচার্য, অধ্যাপক শিবাজী প্রতিম বসু এবং উড়িষ্যা থেকে আসা সাহিত্য একাডেমীর সদস্য ড. মহেন্দ্র কুমার মিশ্র। সভাপতিত্ব করেন অধ্যাপক তপন কুমার দে। চর্চা কেন্দ্রের সমন্বয় সাধক ড. ইয়াসিন খান সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন l
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591