
খাতা খুললো কুড়মিরা, পুরুলিয়ার সিরকাবাইদ অঞ্চল কুড়মিদের দখলে
খাতা খুললো কুড়মিরা, পুরুলিয়ার সিরকাবাইদ অঞ্চল কুড়মিদের দখলে
বেঙ্গল সমাচার প্রতিবেদন,পুরুলিয়া, ১১ ই জুলাই:-
পঞ্চায়েত নির্বাচনে খাতা খুললো কুড়মিরা। পুরুলিয়ার সিরকাবাইদ অঞ্চল কুড়মিদের দখলে। নিজেদের দাবি প্রতিষ্ঠার আন্দোলনে এবারের পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের কুড়মি অধ্যুষিত এলাকাগুলিতে রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কুড়মি সমাজের তরফে। অবশেষে এল সাফল্য।
কুড়মিদের তফশিল উপজাতির তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। হয়েছে ঘাঘর ঘেরা, রেল অবরোধ। উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগ। গ্রেপ্তার হয়েছে কুড়মি আন্দোলনের একাধিক নেতা কর্মী।
সেই পরিস্থিতিতে নিজেদের দাবিকে আরও দৃঢ় ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয় কুড়মি সমাজের তরফে। প্রার্থী দেওয়া হয় জঙ্গলমহলের কুড়মি অধ্যুষিত আসনগুলিতে।
মঙ্গলবার রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েত ভোটের গণনা। জানা গিয়েছে, পুরুলিয়ার আড়ষার সিরকাবাইদ অঞ্চল নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা কুড়মিদের দখলে গিয়েছে। অঞ্চলে নির্দল- ৯টি, তৃণমূল- ৩টি, বিজেপি- ২টি আসনে জয়ী হয়েছে।
দুধকুন্ডিতে কুড়মিদের জয়
পঞ্চায়েত নির্বাচনে খাতা আগেই খুলেছে কুড়মিরা। পুরুলিয়ার সিরকাবাইদ অঞ্চল কুড়মিদের দখলে যাওয়ার পর এবার ঝাড়গ্রাম ব্লকের (বালিভাষা) দুধকুন্ডিতেও কুড়মিরা সংখ্যা গরিষ্ঠ। মোট গ্রাম পঞ্চায়েতের ৮ টি আসনের মধ্যে নির্দল হিসাবে কুড়মিরা জয়ী ৬টি আসনে। তৃণমূল ২টি আসনে জয় পেয়েছে।
কুড়মি সমাজের ঘাঘর ঘেরা আন্দোলনের অন্যতম নেতা, রাজেশ মাহাতোর অঞ্চল হিসাবে পরিচিত দুধকুন্ডিতে জয় ছিনিয়ে নিয়েছেন কুড়মি প্রার্থীরা। এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি অঞ্চলে নির্দল হিসাবে কুড়মিরা ৬টি ও তৃণমূল ৫টি আসনে জয়ী। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের চার নম্বর বাকীবাঁধ অঞ্চলের তিনটি বুথের পঞ্চায়েত আসনে জয়ী হয়েছেন কুড়মিরা।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591