টেকনোলজি

দক্ষিণ কোরিয়াকে উন্নত প্রযুক্তি হস্তান্তর করতে অস্বীকার আমেরিকার; ভারতের সাথেও এই ঘটনা ঘটবে না তো…!

প্রযুক্তি হস্তান্তর করতে অস্বীকার আমেরিকার

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-

ভারত আমেরিকার কাছ থেকে বেশ কিছু অস্ত্র কিনছে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে আমেরিকা এবং ভারতের মধ্যে বন্ধুত্ব স্পষ্ট। তবে আমেরিকার সাথে মেশার আগে বেশ কিছু বিষয় সবসময় মাথায় রাখা উচিত। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যা ঘটছে তা খুবই দুঃখজনক।

মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ার যৌথ পঞ্চম-প্রজন্মের ফাইটার জেট প্রকল্প KAI KF-X-এর জন্য চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহ করতে অস্বীকার করেছে। যা দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ার জন্য এই মুহূর্তে বেশ চাপের।

এই চারটি উন্নত প্রযুক্তি হল ইএসএ রাডার, ইও টার্গেটিং পড, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম এবং রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার এই চারটি প্রযুক্তি দক্ষিণ কোরিয়াকে দেবে না বলে আগেই জানিয়েছে আমেরিকা। মজার ব্যাপার হল, যখন দক্ষিণ কোরিয়া F-35A চুক্তিতে স্বাক্ষর করেছিল, লকহিড মার্টিন এই প্রযুক্তি হস্তান্তর করতে রাজি হয়েছিল। কিন্তু এখন তা অস্বীকার করছে।

ভারতের প্রজেক্ট MMRC2 ভারতের স্বদেশী ফাইটার জেট AMCA-কে গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু সমস্যা হল অনেক দেরি হয়ে যাবে, অর্থাৎ প্রথম প্রোটোটাইপের জন্য হয়তো ২০২৫ বা ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ফাইটার জেটটি ২০২৯ সালে উৎপাদন শুরু করবে। আর সেই কারণেই অনেক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন যে, বেশ কিছু আমেরিকান ফাইটার জেট বিলম্ব ছাড়াই কেনা উচিত।

কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমেরিকা আজ কোরিয়ার সাথে যা করেছে কাল ভারতের সাথে করবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? এই সমালোচনামূলক প্রযুক্তিগুলি বিকাশ করতে সময় লাগে। তাই এটা নিশ্চিত যে দক্ষিণ কোরিয়ার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কর্মসূচি আপাতত বিলম্বিত হয়েছে।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker