প্রচারে বেরিয়ে এলাকার এক বাসিন্দাকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী! মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা :
নির্বাচনী প্রচারে বেরিয়ে গ্রেপ্তার হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী পলাশ বাগ, এমনি অভিযোগ বিজেপি নেতৃত্বের। পলাশ বাগের দাবি তিনি শনিবার শালঝাটি গ্রামে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকার এক বাসিন্দা চন্দন ব্যানার্জীর বাড়িতে যান। অভিযোগ তখন চন্দন ব্যানার্জীর ও তার পরিবারের লোক জন পরিকল্পিতভাবে বিজেপি কর্মীরদের উপর চড়াও হন,এমনকি তখন চন্দন ব্যানার্জি নিজে দেওয়ালে মাথা ঠুকে মাথা ফাটয়ে নেয়, ঘটনায় মিথ্যে অভিযোগ করে ।যার ফলস্বরূপ পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিজেপি নেতৃত্বদের দাবি তৃণমূল পরিকল্পিত ভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে শালিঝাটি গ্রামের তৃণমূল বুথ সভাপতি তরুণ পাত্রের দাবি বিজেপির এটি অন্তদ্বন্দ্বের ফল। আমাদের তৃণমূল দল এলাকায় যেভাবে উন্নয়ন করেছে বিরোধীদল বিজেপি সহ কেউই কোন ইসু পাচ্ছিল না। তাই বিজেপি নিজেরা মিটিং করতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করে এই ঘটনা ঘটিয়েছে।
যিনি আহত হয়েছেন চন্দন ব্যানার্জি আমাদের দলের কেউ নয়। চন্দন ব্যানার্জি বিজেপির লোক। এটা বিজেপির দলীয় কোন্দল। ওরা কেউই তৃণমূলের লোক নন। এলাকায় ওরা বিজেপির সমর্থক হিসেবেই পরিচিত। ঘটনা যাই হোক এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা। আহত চন্দন ব্যানার্জিকে প্রথমে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয় ।সেখান থেকে অবস্থার অবনতি হলে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।। অভিযুক্ত বিজেপির প্রার্থী পলাশ বাগকে পুলিশ গ্রেফতার করে ঘাটাল আদালতে পাঠিয়েছে।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591