বিদেশে শুটিং এ গিয়ে আহত শাহরুখ খান! নাক দিয়ে বেরোলো রক্ত
আহত শাহরুখ খানের নাক দিয়ে বেরোলো রক্ত
বেঙ্গল সমাচার প্রতিবেদন, ডিজিটাল ডেক্স :-
লস অ্যাঞ্জেলসে শ্যুট করতে গিয়ে আহত শাহরুখ খান। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই খবর। জানা গিয়েছে, নাকে চোট পেয়েছেন অভিনেতা। ‘পাঠান’-এর পর আরও একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা। সেখানেই সেটে ছোট একটি দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এর পর যদিও তিনি ভারতে ফিরে আসেন। আপাতত সুস্থ কিং খান। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, শ্যুট করতে গিয়ে নাকে চোট পান শাহরুখ। তাঁর নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। তবে খুব গুরুতর চোট লাগেনি তাঁর। একটি ছোট সার্জারির পর আপাতত সুস্থ শাহরুখ। এ বিষয়ে যদিও শাহরুখ বা তাঁর টিম এখনও কোনও মন্তব্য করেননি। তবে ‘বাদশাহ’-র অসুস্থতার খবর শুনে উদ্বেগে অনুরাগীরা।
পাঠান’-এর হাত ধরে বক্স অফিসে রেকর্ড গড়েছেন শাহরুখ। আপাতত তাঁর ঝুলিতে দু’টি বড় বাজেটের ছবি- ‘ডানকি’ এবং ‘জওয়ান’। শোনা যাচ্ছে, মেয়ের সঙ্গে শাহরুখের যুগলবন্দি দেখা যেতে পারে পর্দায়। সুজয় ঘোষ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলারে কাজ করতে পারেন শাহরুখ-সুহানা। ছবিটি রেড চিলিজের এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনা করবেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
শাহরুখ বেশ কয়েক দিন ধরেই দেশের বাইরে রয়েছেন। লস অ্যাঞ্জেলেসে চলছিল শুটিং। যদিও কোন ছবির সেটে এমন দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি। শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা যাচ্ছে, সেটে আচমকা আঘাত পান শাহরুখ। নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারও করা হয় অভিনেতার। আপাতত নাকে ব্যান্ডেজ লাগানো রয়েছে অভিনেতার। অনেকটা ঠিক তাঁর আসন্ন ছবি ‘জওয়ান’-এর পোস্টারের মতোই। যদিও অভিনেতা কিংবা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।
দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। রোম্যান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’-এর পর মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরোদস্তুর অ্যাকশন অবতারেই দেখা যাবে শাহরুখকে। এই মুহূর্তে জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। এবং টুকটাক কিছু প্যাচ শুট। সেই রকমই কি কোনও দৃশ্যের শুট করতে আমেরিকা উড়ে গিয়েছিলেন শাহরুখ? আর সেখানেই ঘটল বিপত্তি? কোনও প্রশ্নের জবাব আপাতত মিলছে না।
এখন যে কোনও বড় বাজেটের ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিদেশ থেকে অ্যাকশন ডিরেক্টর আসেন। রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদাররা সারা ক্ষণ সেটেই থাকেন। তবুও টুকটাক বিপত্তি ঘটতে থাকে ভারতীয় ছবির সেটে। কয়েক মাস আগে নাগ অশ্বিন পরিচালতি ‘প্রজেক্ট কে’ ছবির সেটে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। শুটিং বন্ধ রেখে সম্পূর্ণ সুস্থ হতে তিনি কিছু দিন সময়ও নিয়েছিলেন। ভারতীয় শুটিং ফ্লোরের তুলনায় স্টান্ট করার নিরাপত্তা ব্যবস্থা হলিউডে আরও উন্নত হতে পারে বলেই ধরে নেন অনেকে। পরিকাঠামো সেখানে আরও ভাল হবে, তেমন আশা করেই বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাইরে হয়। কিন্তু সে সব সত্ত্বেও দুর্ঘটনার কবলে বাদশা। এমনিতে তিনি নিজের স্টান্ট নিজেই করেন। এবং যে কোনও দৃশ্যের জন্য যথেষ্ট নিষ্ঠা ভরে বহু দিন ধরে প্রস্তুতিও নেন। তবে এই দুর্ঘটনা কোনও অ্যাকশন দৃশ্যের শুটে ঘটেছে না কি সাধারণ কোনও দৃশ্যের শুটিংয়েই চোট পেলেন বাদশা, তা এখনই বোঝা যাচ্ছে না।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591