মাতা-পিতার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির মাইতি পরিবারের
মাতা-পিতার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
মানব জীবনে পিতা-মাতার গুরুত্ব অনস্বীকার্য কিন্তু সময়ের নিষ্ঠুর পরিহাসে আর বিধির বিধানে চলে যেতে হয় সবাইকে। পশ্চিম মেদিনীপুরের সবং থানার অন্তর্গত এড়াল গ্ৰামের মাইতি পরিবারের পক্ষ থেকে ওনাদের শ্রদ্ধেয় পিতা স্বর্গীয় নারায়ণ চন্দ্র মাইতি ও মাতা যমুনা মাইতির স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মোহিনী বাজারে।
মানব শরীরটা একটা যন্ত্র আর রক্ত হল এই যন্ত্রকে সুষ্ঠু ও সচল রাখার প্রধান রসদ। বর্তমান দিনে রক্তের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ l উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার সব্যসাচী সেনগুপ্ত , জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, উদ্যোক্তা পরিবারের পক্ষে ছিলেন দিলীপ কুমার মাইতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গিরিধারী মাইতি সবং এর ৬ নম্বর অঞ্চল প্রধান l এছাড়াও উপস্থিত ছিলেন ফাকরুদ্দিন মল্লিক, চৈতন্য চরণ দাস, , ড. প্রসূন কুমার নায়ক , বিকাশ রঞ্জন ভুনিয়া প্রমুখ l
এই রক্তদান শিবিরে হাত বাড়িয়ে দিয়েছেন ডেবরা হসপিটালের ব্লাড ব্যাংক এবং Mallick Fans Club। এই রক্তদান শিবিরে ৫৯ পুরুষ ও ৮ মহিলা রক্ত দিয়েছেন। উদ্যোক্তা পরিবারের তরফে দিলীপ কুমার মাইতি বলেন “অমর কেউ নেই কোথাও আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের আপনজনদের বাঁচিয়ে রাখি ভবিষ্যৎ এর আঙিনায়”।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591