Categories
প্রতিরক্ষা

চীনকে পেছনে ফেলে ভারতীয় সামরিক সংস্থা এসএসএস ডিফেন্স নেপালে অস্ত্র রপ্তানিতে চুক্তিবদ্ধ হলো

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-

গত ৮ বছর ধরে চীন নেপালকে সামরিক অস্ত্র রপ্তানি করে এসেছে। আজ সেই চীনকে পেছনে ফেলে ভারতীয় সংস্থা এসএসএস ডিফেন্স দুই মিলিয়ন অর্থাৎ ২০ লাখের বেশি মেক ইন ইন্ডিয়া সামরিক সরঞ্জাম রপ্তানি করতে চুক্তিবদ্ধ হলো। কেন্দ্রীয় সূত্রকে উদ্ধৃত করে দেওয়া দা প্রিন্ট.ইনের তথ্য অনুযায়ী নেপালে রপ্তানিকৃত সরঞ্জামগুলির মধ্যে রয়েছে ৫.৫৬×৪৫ এমএম দুর্ধর্ষ এসল্ট রাইফেল। এই এসএসএস ডিফেন্স নামক সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাটির হেড অফিস রয়েছে বেঙ্গালুরুতে। এক টুইটে এই সংস্থা এই তথ্যের সত্যতা স্বীকার করার পাশাপাশি ‘আত্মনির্ভর ভারতে’র প্রচারও করেছে।

২০০৫ সালের আগে পর্যন্ত নেপাল ভারত থেকেই সমস্ত অস্ত্র আমদানি করতো। কিন্তু ওই বছর মাওবাদী হানায় নেপালের বহু সেনা শহীদ হন এবং এর জন্য নেপাল সরকার অনেকাংশে ভারতীয় অস্ত্রের অনুন্নত মানকে দায়ী করেছিলেন। তারপর থেকেই নেপাল সরকার সামরিক অস্ত্রের ব্যাপারে ভারতের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেন এবং চীনের ওপর নির্ভরশীল হওয়া শুরু করেন।

তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক অস্ত্র সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ব্রাজিলের সামরিক সংস্থা সিবিসি ডিফেন্সের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় সামরিক সংস্থা এসএসএস ডিফেন্স উল্লেখযোগ্য অবদানটি সৃষ্টি করেছে। নির্দিষ্টভাবে টাকার অংক জানা না গেলেও নেপালের সঙ্গে বেশ বড় অংকের একটি টাকার চুক্তি হয়েছে ভারতীয় এই সামরিক সংস্থার। সেই অনুযায়ী অন্ধপ্রদেশে নিজেদের কারখানায় অস্ত্র তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। ২০২৩ সালের আগেই সমস্ত অস্ত্র নেপাল সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।।

Categories
প্রতিরক্ষা

ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে বড়ো অঘটন! ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ‘আইএনএস রণবীর’ রণতরীর ভিতরে ভয়াবহ বিস্ফোরণ! শহীদ ৩ নৌসেনা কর্মী

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস রণবীর রণতরীর ভিতরে বিস্ফোরণে মৃত্যু হল তিন নৌসেনা কর্মীর। মুম্বইয়ে নৌসেনার বন্দরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১১ জন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে বহাল ছিল আইএনএস রণবীর। ফের বন্দরের কাজে ফেরার কথা ছিল তার। এর মধ্যেই ঘটে গেল অনর্থ।

 

প্রতিরক্ষামন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “মুম্বইয়ে নৌসেনা বন্দরে এক দুর্ভাগ্যজনক ঘটনায় তিন নৌসেনা কর্মীর মৃত্যু হয়েছে আইএনএস রণবীরের ভিতরে বিস্ফোরণ হওয়ায়। ভিতরের কোনও অংশের বড়সড় ক্ষতি হয়নি”। উল্লেখ্য, নৌসেনার রণতরীর ভিতরে ব্রহ্মস, বারাকের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

 

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে, কোনও অস্ত্রশস্ত্র কিংবা গোলাবারুদ থেকে ওই বিস্ফোরণ ঘটেনি। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তা খুঁজে বের করতে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। আহত নৌসেনা কর্মীদের নৌসেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Categories
প্রতিরক্ষা

ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর! শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গিহানা! শহীদ ২ পুলিশ কর্মী

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, সোমবার শ্রীনগরের পান্থ চকের জেওয়ান এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। আহত হন ১৪ জন পুলিশ কর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। পরে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 

উল্লেখ্য, রবিবার জম্মু ও কাশ্মীরের অবন্তিপুরার বরগাম এলাকায় এক জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তারক্ষী বাহিনী। তারপরই সোমবার সেনা-পুলিশের যৌথ আক্রমণে খতম হয় দুই জঙ্গি। কিন্তু বেলা গড়াতেই ফের পালটা আক্রমণ শানায় জঙ্গিরা। সরাসরি পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

 

জানা গিয়েছে, ওই গাড়িতে সসস্ত্র পুলিশ বাহিনী ছিল। সেখানেই জঙ্গিদের গুলি প্রাণ হারান দু’জন। ঘটনায় শহিদদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।

 

সোমবার শ্রীনগরের রণগ্রেথ এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী যৌথ তল্লাশি অভিযান শুরু করে ওই এলাকায়। জঙ্গি ডেরার খোঁজ মিলতেই শুরু হয়ে যায় ভারী গুলি বর্ষণ। সন্ত্রাসবাদীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পালটা দেয় সেনাও।

Categories
প্রতিরক্ষা

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা হাতে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে জেনারেল বিপিন রাওয়াতকে শেষ বিদায় জানালো দেশবাসী

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- রাস্তার ২ পাশে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। ফুলে ঢাকা সেনা বাহিনীর গাড়িতে কফিন বন্দি তাঁর দেহ। শেষ যাত্রায় তাঁর কফিনের সঙ্গী সহধর্মীনী মধুলিকা রাওয়াত। দেশ জুড়ে শোকের ছায়া। গতকাল থেকেই বদলে গিয়েছিল রাজধানীর পরিস্থিতি। দিল্লির ক্যান্টমেন্টে সকাল থেকেউ ভিড় করেছেন অসংখ্য মানুষ। দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের শেষ যাত্রার অংশ হয়েছেন অনেকে। জাতীয় পতাকা হাতে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দেশ নায়ককে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির ব্রার স্কোয়ারে শেষ কৃত্য সম্পন্ন হল দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের।

 

গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে সেনা বাহিনীর চপার দুর্ঘটনায় শহীদ হন দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। সেই হেলিকপ্টারে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও, তিনিও না ফেরার দেশে পাড়ি দেন। সেই সঙ্গে হেলিকপ্টারে সওয়ার আরও ১১ জনে সেনা অফিসার শহীদ হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে মোদী সরকার। বায়ুসেনা প্রধানের নেতৃত্বে চলছে তদন্ত।

 

বৃহস্পতিবার ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে প্রথমে শ্রদ্ধা জানানো হয় সস্ত্রীক বিপিন রাওয়াতকে। একই সঙ্গে শ্রদ্ধা জানানো হয়েছে মৃত আরও ১১ জন সেনা অফিসারকে। যদিও তাঁদের অনেকেরই এখনওশনাক্ত করণ হয়নি। সেকারণে তাঁদের শেষ কৃত্য হচ্ছে না এখন। তামিলনাড়ু থেকে শুক্রবার‌ই দেহ নিয়ে আসা হয় দিল্লিতে। সুল্লুর বিমান ঘাটিতে দেহগুিল নিয়ে যাওয়ার পথে আবার দুর্ঘটনার শিকার হয়েছিল শববাহী অ্যাম্বুেলন্স। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ দিল্লিতে পৌঁছয় তাঁদের দেহ। বিপিন রাওয়াত শেষ বার স্ত্রীর সঙ্গে নিজের বাড়িতে ফেরেন। তবে ফেরে তাঁদের কফিনবন্দি দেহ। সেদিন রাতেই তাঁদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ তিন বাহিনীর প্রধান। শুক্রবার সকালে থেকে বিপিন রাওয়াতের বাড়িতেই শায়িত ছিল তাঁর দেহ। সেখানে একাধিক রাজনৈতিত দলের নেতারা শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন। ফুলে ঢেকে গিয়েছিল কফিন দুটি।

শেষ যাত্রা শুরু হয় দুপুর ২টোর পর। ব্রারস্কোয়ারে তাঁদের শেষ কৃত্য হওয়ার কথা ছিল। ফুলে ঢাকা সেনাবাহিনীর গাড়িতে করে আনা হচ্ছিল দেহ দুটি। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান এবং ৮০০ সেনা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মোদী সরকার। সেই মত ব্রার স্কোয়ারের শ্মশানে সব প্রস্তুতি করা হয়েছিস। বিপিন রওয়াতের দেহ যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়েছিল সেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। জাতীয় পতাকা হাতে তাঁরা গান গাইছিলেন, ‘যব তক সূরজ-চান্দ রহেগা, বিপিনজী কা নাম রহেগা’। বিকেল চারটের সময় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। ১৭ বার গান স্যালুট দেওয়া হয় তাঁকে। ৮০০ সেনা শ্রদ্ধা জানান দেশের প্রথম সিডিএস জেনারেলকে।

Categories
প্রতিরক্ষা

ভয়াবহ চপার দুর্ঘটনা কেড়ে নিল সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম নায়ককে, প্রয়াত হলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় মৃত্যু হল সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। মৃত্যু হয়েছে সেনা কপ্টারে সওয়ার আরও ১২ জনেরও। দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নীলগিরির দুর্ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তাঁর শরীরে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। ভরতি করা হয় ওয়েলিংটন সেনা হাসপাতালে। সেনা সর্বাধিনায়কের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল টিমও তৈরি হয়। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত হলেন সস্ত্রীক বিপিন রাওয়াত।

 

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। সন্ধে ৬টা নাগাদ ভারতীয় সেনার তরফে সেনা সর্বাধিনায়কের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানানো হয়, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয়েছে। মৃতদের শরীরের ৮৫ শতাংশই পুড়ে গিয়েছে। ফলে মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হতে পারে বলে খবর। এদিকে এখনও মৃত্যুর সঙ্গে এখনও পাঞ্জা লড়ছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। গুরুতর আহত তিনি।

 

প্রসঙ্গত, বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় কপ্টারে। আর এই ভয়াবহ দুর্ঘটনায় প্রয়াত হলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত।

 

১৬ মার্চ ১৯৫৮, উত্তরাখণ্ডের পাউরিতে যোদ্ধা পরিবারে জন্ম হয় বিপিন রাওয়াতের। দেরাদুন ও শিমলায় স্কুলশিক্ষা শেষে যোগ দিয়েছিলেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে। ১৯৭৮ সালের ১৬ ডিসেম্বর গোর্খা রেজিমেন্ট থেকে সেনায় শুরু হয় তাঁর কেরিয়ার। তারপর সময়ের সঙ্গে কাশ্মীর-সহ দেশের বিভিন্ন রাজ্যে ফৌজি ইউনিটের দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয়, রাষ্ট্রসংঘের হয়ে কঙ্গোতে শান্তিরক্ষা অভিযানেও অংশ নেন তিনি।

 

সাহসিকতা ও কর্তব্যে অবিচল থাকার জন্য তাঁর ইউনিফর্মে যুক্ত হয়েছে পরম বিশিষ্ট সেবা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, যুদ্ধ সেবা মেডেল এবং উত্তম যুদ্ধ সেবা মেডেল। ১৭ ডিসেম্বর, ২০১৬ সালে ভারতীয় সেনাপ্রধান পদে বসেন কাউন্টার ইনসার্জেন্সি বিশেষজ্ঞ রাওয়াত। ২০১৯ সালে অবসরের পর দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক পদে নিয়োগ করা হয় তাঁকে। তবে তাঁর মুকুটের সেরা পালক হচ্ছে ২০১৫ সালে মায়ানমারে সার্জিক্যাল স্ট্রাইক। তাঁর নেতৃত্বেই মায়ানমারে ঢুকে নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং)-এর শিবিরে হামলা চালায় ভারতের বিশেষ কমান্ডো বাহিনী।

 

নিজের কর্মদক্ষতা ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপ সম্পর্কে রাওয়াতের জ্ঞানের পরিধি ছিল অসীম। নাগাল্যান্ডের ছোট্ট পাহাড়ঘেরা শহর ডিমাপুরে সেনার থার্ড কোরের দায়িত্ব ছিল রাওয়াতেরই কাঁধে। সেনার বিশেষ কমান্ডো বাহিনী ২১ প্যারা স্পেশ্যাল ফোর্স-এর রাশ ছিল তাঁর হাতে। সেই কারণে মণিপুরে জঙ্গি হামলার পর নাগা জঙ্গিদের পালটা মার দিতে রাওয়াতের উপরই ভরসা রাখেন তৎকালীন সেনাপ্রধান দলবীর সিং সুহাগ। দিল্লির সবুজ সংকেত মিলতেই সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি শুরু হয় রাওয়াতের।

 

৯ জুন, ২০১৫ সালে মণিপুরের উখরুল হয়ে সীমান্ত পেরিয়ে মায়ানমারের শত্রু এলাকায় প্রবেশ করে ৭০ জনের ভারতীয় কমান্ডো বাহিনী। সেদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এনএসসিএন-এর শিবিরে হামলা শুরু করে কমান্ডো বাহিনী। শহিদ জওয়ানদের বদলা নিয়ে ওই হানায় খতম করা হয় কমপক্ষে ৩৮ জন জঙ্গিকে। খাপলাং গোষ্ঠী বুঝতে পারে এবার সীমান্ত পেরিয়ে হামলা চালাতে পিছপা হবে না ভারতীয় বাহিনী। সেই হামলার পরই শিরোনামে উঠে আসে সাহসিকতার জন্য একের পর এক পদকজয়ী বিপিন রাওয়াতের নাম। এহেন সাহসী যোদ্ধা ও সেনানায়কের অকাল প্রস্থানে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

Categories
প্রতিরক্ষা

সেনা প্রধানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে! বিপিন রাওয়াতের স্ত্রী সহ ১১জনের দেহ উদ্ধার! ডাকা হয়েছে মন্ত্রী সভার জরুরী বৈঠক

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার মুখে পড়ল সেনা চপার। চপারে ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও তাঁদের পরিবারের কয়েকজন সদস্য এবং ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন আধিকারিক-সহ কয়েকজন ছিলেন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১১জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দুজনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, ওই চপারে মোট ১৪ জন যাত্রী ছিলেন।

 

নীলগিরি পাহাড়ের কাছে ওই চপারটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএনআইকে তাঁরা জানিয়েছেন, স্থানীয়রা দুটি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুটি দেহই ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। খাদের মধ্যে কয়েকজনকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার।

 

সেনা প্রধান বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তড়িঘড়ি ডাকা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় সেনা প্রধান বিপিন রাওয়াতের স্ত্রী সহ ১১জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর শুনে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপিন রাওয়াতের দ্রুত সুস্থতা কামনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Categories
প্রতিরক্ষা

কুন্নুরে দুর্ঘটনার মুখে পড়ল সেনা চপার! চপারে ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর পরিবার!

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার মুখে পড়ল সেনা চপার। চপারে ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও তাঁদের পরিবারের কয়েকজন সদস্য এবং ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন আধিকারিক-সহ কয়েকজন ছিলেন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় সাতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দু’জনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, ওই চপারে মোট ১৪ জন যাত্রী ছিলেন।

 

নীলগিরি পাহাড়ের কাছে ওই চপারটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএনআইকে তাঁরা জানিয়েছেন, স্থানীয়রা দুটি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুটি দেহই ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। খাদের মধ্যে কয়েকজনকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার।

 

সেনা প্রধান বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তড়িঘড়ি ডাকা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর শুনে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপিন রাওয়াতের দ্রুত সুস্থতা কামনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Categories
প্রতিরক্ষা

রাকেশ কুমার সিং ভাদুরিয়ার পরবর্তী ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন বিক্রম রাম চৌধুরী, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রকের

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- আফগানিস্তানে তালিবান শাসন। চিন, পাকিস্তান, তালিবানের সম্ভাব্য জোট। এবং ভারতের উপর ত্রিমুখী চাপ সৃষ্টির আশঙ্কা। এ হেন সংকটের আবহে নতুন বায়ুসেনা প্রধান পাচ্ছে দেশ। ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিক্রম রাম চৌধুরী। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।

 

১৯৮২ সালের ২৯ ডিসেম্বর ফাইটার পাইলট হিসাবে কেরিয়ার শুরু করেন ভি আর চৌধুরী। দীর্ঘ ৩৮০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি সামলেছেন তিনি। শুধু তাই নয়, এর আগে বায়ুসেনার অন্দরেও বিভিন্ন পদ সামলেছেন তিনি। দীর্ঘ অভিজ্ঞতায় বলিয়ান এই এয়ার মার্শালের হাতেই এবার দেশের বায়ুসীমা সুরক্ষার দায়িত্ব দিল প্রতিরক্ষামন্ত্রক।

 

চলতি মাসের শেষেই বায়ুসেনা প্রধান পদে এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়ার মেয়াদ শেষ হচ্ছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনার প্রধানরূপে দায়িত্ব নেন আর কে এস ভাদুরিয়া। নিজের দু’বছরের কার্যকালে বেশ প্রশংসিত হয়েছেন ভাদুরিয়া। তাঁর আমলেই বায়ুসেনাই যুক্ত হয়েছে রাফালে যুদ্ধবিমান।

 

৩০ সেপ্টেম্বর ভাদুরিয়ার অবসরের পর নতুন চিফ অফ এয়ার স্টাফ হিসাবে দায়িত্ব নেবেন বিক্রম রাম চৌধুরী। এই মুহূর্তে বায়ুসেনার ভাইস চিফ মার্শাল পদে রয়েছেন তিনি। চলতি বছরের জুলাই মাসেই ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে দায়িত্ব নেন বিক্রম রাম সিং। তার আগে তিনি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি। এই ওয়েস্টার্ন কম্যান্ড ভারতীয় বায়ুসেনার জন্য ভীষণ জরুরি। কারণ, ওয়েস্টার্ন কম্যান্ডের মধ্যেই লাদাখ সীমান্ত পড়ে।

Categories
প্রতিরক্ষা

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই মিলতে পারে সীমান্তরক্ষী বাহিনীতে চাকরির সুযোগ, জেনেনিন আবেদনের খুঁটিনাটি

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- চাকরি খুঁজছেন? তবে আপনার জন্যই রয়েছে সুখবর। সম্প্রতি একাধিক পদে কর্মী নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী। বিজ্ঞপ্তি নম্বর VET/2020 ও PMS/202O। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।

 

✴️শূন্যপদ:-
🔹SI (স্টাফ নার্স):- ৩৭
🔹ASI অপারেশন টেকনিশিয়ান:- ১
🔹ASI ল্যাবরেটরি টেকনিশিয়ান:- ২৮
🔹CT (ওয়ার্ড বয়/গার্ল/আয়া):- ৯
🔹HC (ভেটেরিনারি):- ২০
🔹কনস্টেবল:– ১৫
✴️বেতন:- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
✴️আবেদনের শেষ তারিখ:– ২৭ জুলাই ২০২১

✴️শিক্ষাগত যোগ্যতা:– মাধ্যমিক-উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণরাই এই পদে আবেদন করতে পারবেন।
✴️বয়সসীমা:- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
✴️নিয়োগের পদ্ধতি:– লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)-এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার দিনক্ষণ, সময় জানানো হবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট https://bsf.gov.in-এ।

আগ্রহীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট https://bsf.gov.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। ডাকযোগে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই। তাহলে আর অপেক্ষা কেন? এক্ষুনি আবেদন করুন। তবে তার আগে অবশ্যই চোখ বুলিয়ে নিন সীমান্ত রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে।

Categories
প্রতিরক্ষা

সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবে কুটনৈতিক সফরে প্রথম কোনো ভারতীয় সেনাপ্রধান

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:-

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব সফরে যাচ্ছেন কোনও ভারতীয় সেনাপ্রধান। আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর এই দুটি দেশে সফর করার কথা ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের। মঙ্গলবার এই কথা জানা গিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে। প্রতিবেশীদের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ভালো করার জন্য গত ২ মাসে নেপাল ও মায়ানমার সফর করেছেন ভারতীয় সেনাপ্রধান। এবার প্রথম কোনও ভারতীয় সেনাপ্রধান হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন তিনি। এর ফলে ওই দুটি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেই মনে করছেন কূটনীতিবিদরা। এই ৬ দিনের সফরে গিয়ে ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভান দুটি দেশের সেনাপ্রধান ও উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি সৌদি আরবের প্রতিরক্ষা সংক্রান্ত অ্যাকাডেমিতে বক্তব্য‍ও রাখবেন তিনি। এর আগে আর কোনও ভারতীয় সেনাপ্রধান ওই দুটি দেশে সফর করেননি। তাই এই বিষয়টি নতুন নজির তৈরি করবে বলেই জানাচ্ছেন কূটনীতিবিদরা। এর ফলে ওই দুটি দেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনার সম্পর্ক ভাল হবে বলেই তাঁরা মনে করছেন।

সৌজন্যে twitter