নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:-
মেদিনীপুর শহরের রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা! রবিবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ ঘটে এমন ঘটনা। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা। সঙ্গে থাকা তার সহকর্মী মহিলাও অল্পবিস্তর আহত হন। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় (ডঃ আশিস আচার্যর চেম্বারের সামনে) এই ঘটনাটি ঘটে।
আহতদের নিয়ে আসা হয় মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর জখম ওই মহিলা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৪০’র ওই মহিলার বাড়ি মেদিনীপুর শহরের বড়বাজার এলাকায়। শহরের এক চিকিৎসকের চেম্বারে তিনি সহকারী হিসাবে কাজ করেন। তাঁর সঙ্গে থাকা অপর মহিলাও (বক্সীবাজারের বাসিন্দা) সেখানেই কাজ করেন। মহিলার দাবি, রবিবার রাত্রি ৯টা ১৫মিনিট নাগাদ শহরের রবীন্দ্রনগর এলাকা থেকে তিনি ও তাঁর সহকর্মী হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ দুই যুবক স্কুটি করে এসে তাঁর গায়ে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। তাঁর পিঠে ও দুই হাতে সরাসরি অ্যাসিড গিয়ে লাগে। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সামান্য আহত হন তাঁর সঙ্গে থাকা সহকর্মীও।
ঘটনাস্থলের সামনেই তৃণমূল কার্যালয়ে ছিলেন তৃণমূল কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় তারা তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মহিলা। আক্রান্ত ওই মহিলার স্বামী জানান, “আমাদেরই এক প্রতিবেশী যুবক এই কাণ্ড ঘটিয়েছে! ওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।”
তবে ইতিমধ্যেই হাসপাতালের তরফে একটি মামলা রূজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে সেই ফুটেজ সংগ্রহ করারও চেষ্টা করছে পুলিশ।