Categories
শহর মেদিনীপুর

ভোটের সময়ে ছট কাক ভোরে কংসাবতী নদীতে পূজো দিলেন সুজয় হাজরা

বেঙ্গল সমাচার, নিজস্ব প্রতিনিধি :

পবিত্র ছট পূজা উপলক্ষ্যে মেদিনীপুর শহরের DAV স্কুলের পাশে কংসাবতী নদী ঘাটে আজ ভোরে ছট পূজার ভক্তদের কাছে উপস্থিত হয়ে সূর্য দেবতাকে পুজো করেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা।

প্রার্থীর  সঙ্গে ছিলেন খড়গপুর গ্রামীন বিধানসভার বিধায়ক শ্রী দিনেন রায়, মেদিনীপুর শহরের সভাপতি শ্রী বিশ্বনাথ পাণ্ডব প্রমুখ।

Categories
শহর মেদিনীপুর

৯ নম্বর ওয়ার্ড সুশীল সমাজের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো

বেঙ্গল সমাচার ,নিজস্ব প্রতিনিধি :

কর্নেলগোলা ভগবতী স্কুলে ৯ নম্বর ওয়ার্ড সুশীল সমাজের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় l সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জুন মালিয়া l

এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, মুরলী মোহন মান্না, মহেশ্বর সরকার, জ্ঞানেন্দ্র নাথ ভূঁইয়া, নারায়ণ চন্দ্র মাইতি, কাজরী বসু, লক্ষীকান্ত মন্ডল,  দুলাল আদ্ধ, নব পাত্র, ড. কিংশুক বসু, গৌতম ডোগড়া সহ প্রায় চার শতাধিক শিল্পী- সাহিত্যিক- বুদ্ধিজীবী- শিক্ষক -প্রধানশিক্ষক — আইনজীবী- ডাক্তার- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী -অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী- ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ l সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু l

 

Categories
শহর মেদিনীপুর

হোসনাবাদে পুরাতন মসজিদ সংলগ্ন- ইসলামিয়া মক্তবের তৃতীয় বর্ষ বাৎসরিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বেঙ্গল সমাচার,নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুর পুরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের  হোসনাবাদে পুরাতন মসজিদ সংলগ্ন- ইসলামিয়া মক্তবের তৃতীয় বর্ষ বাৎসরিক পরীক্ষার পুরস্কার বিতরণ এবং অভিভাবক- সভায় মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়l এছাড়াও তাৎক্ষনিক ‘কিরাত, নাও এবং মিরাতের প্রতিযোগীতা সহ মোট ১৬০ জন ছাত্র ছাত্রীদের কে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে আগত বক্তাগন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে মোবাইল ফোন থেকে দূরে সরে গিয়ে ব‌ই কে আপন করে নিতে, এর চেয়ে বড় বন্ধু এই দুনিয়ায় নেই l বই থেকে প্রাপ্ত জ্ঞান কোনোদিন তোমাদের ছেড়ে চলে যাবে না ভবিষ্যত জীবনে উন্নতির পথে সহায়ক হবে । অনুষ্ঠানটি পরিচালনা করেন ইস্লাম সেক জালালুদ্দিন সাহেব ও মোতয়াল্লী ডাঃ সৈয়দ মহম্মদ হোসেন।

Categories
শহর মেদিনীপুর

হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল কন্যাশ্রী দিবস

বেঙ্গল সমাচার প্রতিবেদন, মেদিনীপুর :

ছাত্রীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প শুরু হয় ২০১৩ সাল থেকে, যা আজও চলছে । সারা রাজ্যে ১৪ আগস্ট দিনটি পালিত হয় কন্যাশ্রী দিবস হিসেবে। পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখে সোমবার তথা ১৪ আগস্ট ২০২৩ দুপুরে এক শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় ছাত্রীরা তাদের সবুজসাথী সাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। তাদের হাতে ছিল কন্যাশ্রী প্রকল্পের নানা পোস্টার, ব্যানার।

শোভাযাত্রা শেষে এক আলোচনাসভারও আয়োজন করা হয় । কন্যাশ্রী ক্লাবের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার ও কন্যাশ্রী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা পাপিয়া সরকার। ছাত্রছাত্রীদের শরীর, মন ও স্বাস্থ্যের নানা দিক নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা তৃণা মণ্ডল ও শ্রীমা দেবী করণ।

উল্লেখ্য, কিছুদিন আগে বিদ্যালয়ের ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্প বিষয়ে পোস্টার নির্মানে অংশ নেয়। ছাত্রীরা রচনা করে কন্যাশ্রী বিষয়ক ছড়া ও  প্রাসঙ্গিক চিত্র।উল্লেখ্য, এই কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পরে বিশেষ করে ছাত্রীদের স্কুলছুটের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত দশ বছর ধরে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন ৮১ লাখ ১৮ হাজার ৩৪৫ ছাত্রী। এই অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত খরচ করা হয়েছে ১৬ হাজার কোটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, “সরকারি এই কন্যাশ্রী প্রকল্পের ইতিবাচক দিকগুলো আমরা তুলে ধরতে চাইছি, যাতে ছাত্রীরা স্বনির্ভর হতে পারে।”

Categories
শহর মেদিনীপুর

ক্ষুদিরাম বসুর আত্মবলীদান দিবসকে সামনে রেখে ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হলো বিভিন্ন সামাজিক কর্মসূচি

বেঙ্গল সমাচার প্রতিবেদন,মেদিনীপুর :

১১ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলীদান দিবসের দিন মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সামাজিক কর্মসূচি, ১১ই আগস্ট ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষ্যে সকাল বেলায় মেদিনীপুর শহরের দুই প্রান্তে আমতলায় ও হবিবপুরে অবস্থিত ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যাদান করা হয় l

এদিন দুপুরে  মেদিনীপুর পৌরসভার অন্তর্গত মহাতাবপুরে অবস্থিত ‘ব্লাইন্ড মাদ্রাসা ‘ স্কুলের দুঃস্থ আবাসিক ছাত্রদের মধ্যে শিক্ষা সামগ্রী ও চারা গাছ বিতরন, মিষ্টিমুখ ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে । ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি  রাহুল কোলে জানান আমরা ক্ষুদিরাম বসুর সৌর্য ও সাহসিকতাকে পাথেয় করে পথ চলা ও যুবসমাজকে রক্ত দানে আগ্রহী ও সামাজিক কল্পে ব্রতী করার জন্য আজকের দিনটিতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় এবং প্রতি বছর এই দিনটি  বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাইন্ড মাদ্রাসা স্কুলের সম্পাদিকা সুদীপ্তা দাস, ইমার্জেন্সী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা গোপাল সাহা , সৌমেন হেলানি, দেবব্রত দত্ত, সৈয়দ নুরুল, সভাপতি রাহুল কোলে প্রমূখ।

Categories
শহর মেদিনীপুর

মেদিনীপুর শহরে অ্যাসিড আক্রান্ত মহিলা! ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য 

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:-

মেদিনীপুর শহরের রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা! রবিবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ ঘটে এমন ঘটনা। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা। সঙ্গে থাকা তার সহকর্মী মহিলাও অল্পবিস্তর আহত হন। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় (ডঃ আশিস আচার্যর চেম্বারের সামনে) এই ঘটনাটি ঘটে।

আহতদের নিয়ে আসা হয় মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর জখম ওই মহিলা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৪০’র ওই মহিলার বাড়ি মেদিনীপুর শহরের বড়বাজার এলাকায়। শহরের এক চিকিৎসকের চেম্বারে তিনি সহকারী হিসাবে কাজ করেন। তাঁর সঙ্গে থাকা অপর মহিলাও (বক্সীবাজারের বাসিন্দা) সেখানেই কাজ করেন। মহিলার দাবি, রবিবার রাত্রি ৯টা ১৫মিনিট নাগাদ শহরের রবীন্দ্রনগর এলাকা থেকে তিনি ও তাঁর সহকর্মী হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ দুই যুবক স্কুটি করে এসে তাঁর গায়ে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। তাঁর পিঠে ও দুই হাতে সরাসরি অ্যাসিড গিয়ে লাগে। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সামান্য আহত হন তাঁর সঙ্গে থাকা সহকর্মীও।

ঘটনাস্থলের সামনেই তৃণমূল কার্যালয়ে ছিলেন তৃণমূল কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় তারা তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মহিলা। আক্রান্ত ওই মহিলার স্বামী জানান, “আমাদেরই এক প্রতিবেশী যুবক এই কাণ্ড ঘটিয়েছে! ওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।”

তবে ইতিমধ্যেই হাসপাতালের তরফে একটি মামলা রূজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে সেই ফুটেজ সংগ্রহ করারও চেষ্টা করছে পুলিশ।

Categories
শহর মেদিনীপুর

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্বনাথ দাস ,মেদিনীপুর :-

মেদিনীপুরের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উদ্যোগে এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপন কর্মসূচি ।

সূর্যাস্তের হাট, কাঁসাই নদীর ধার ও শহরের নানা ফাঁকা অঞ্চল সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপন করা হয়। বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌপিয়া উইলিয়াম ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সহযোগিতায় বিগত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপন কর্মসূচি।

বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌপিয়া উইলিয়ামস জানান, “একটি গাছ অনেক প্রাণ, তাই বিভিন্ন ফাঁকা স্থানে গাছ লাগিয়ে আমরা পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ও নিজেদের সুস্থ স্বাভাবিক রাখতে স্কুলের কচিকাঁচাদের নিয়ে এই কর্মসূচি আমরা পালন করলাম, যা আমাদের আগামী প্রজন্মকে এক নতুন পথ দেখাবে এবং ভবিষ্যতেও আমরা এই কর্মসূচি পালনে ব্রতী থাকব।”

Categories
শহর মেদিনীপুর

বর্ষার আগেই নিকাশি ব্যবস্থা সচল করতে উদ্যোগী পৌরসভা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর :-

প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন মহানালাগুলি যাতে সচল থাকে সেই লক্ষ্য নিয়েই এবার আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে পৌরসভা। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্ষার আগেই পরিষ্কার করা হচ্ছে শহরের মহানালা ও খালগুলি।

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় খাল সংস্কারের কাজ শুরু করা হয়েছে। জেসিবির মাধ্যমে তৎপরতার সাথে শুরু করা হয়েছে। খুব দ্রুতই বর্ষার আগে সমস্ত খাল সংস্কার করা সম্ভব হবে বলে আশাবাদী মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান।

Categories
শহর মেদিনীপুর

অবৈধ প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রকাশ্যে চুলোচুলি মেদিনীপুর শহরে

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর :

প্রকাশ্য রাস্তায় দুই প্রতিবেশীর চুলোচুলি মেদিনীপুর শহরে। রাস্তার ওপরেই এক পক্ষ আরেক পক্ষকে ফেলে বেধড়ক পেটালো। তীব্র চঞ্চল্য মেদিনীপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বল্লভপুর এলাকায়।জানা গিয়েছে, এলাকার একটি ড্রেনের ওপর পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদে জড়িয়েছে প্রতিবেশী দুই পক্ষ।

সোমবার সকাল থেকেই বিবাদ চরমে ওঠে। দুপক্ষের বিবাদ এর মাঝেই নির্মীয়মান পাঁচিল ভাঙতে উদ্ধত হয় এক পক্ষ। সেই সময়ই হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রতিবেশী দুই পরিবারের সদস্যরা। প্রকাশ্য রাস্তায় দীর্ঘক্ষণ চলে মারামারি। ভাঙ্গা ইট দুপক্ষ ছুড়তে থাকে একে অপরের দিকে। ভাঙ্গা ইট লেগে জখম হয় এক শিশু। ইতিমধ্যেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়।

অবৈধভাবে পৌরসভার ড্রেনের উপর প্রাচীর নির্মাণ করে একপক্ষের দাবি, ” হাইকোর্ট, এমনকি ওই ওয়ার্ডের কাউন্সিলরও নাকি পারমিশন দিয়েছে ওই প্রাচীর অবৈধভাবে নির্মাণ করার।”
যদিও এই বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুসময় মুখার্জী এই দাবি অস্বীকার করেন। তিনি জানান, ” এটা সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। কোন পৌরসভা কোন কাউন্সিলর অর্ডার করেনি। যদি তারা দাবি করে থাকে এই নির্মাণ কাজে কাউন্সিলর পারমিশন দিয়েছে, তাহলে আমি এখন অর্ডার করছি ওই নির্মাণ ভেঙ্গে ফেলার। যদি তারা নিজেরা না ভাঙ্গে তাহলে কিভাবে তা ভাঙতে হয় তা আমরা দেখিয়ে দেবো। “

Categories
শহর মেদিনীপুর

শহরকে যানজটমুক্ত করতে ২ মে থেকে অবৈধ টোটো বন্ধের ফরমান প্রশাসনের! টোটো চালকদের কথা ভেবে পাশে দাড়ানোর চেষ্টা তৃণমূলের

বিশ্বনাথ দাস, মেদিনীপুর :- 

শহরজুড়ে একের পর এক টোটো বেড়ে যাওয়ার ফলে নিত্যদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরের প্রায় প্রত্যেকটি রাস্তায়। এখনো পর্যন্ত মেদিনীপুর শহর ও শহরতলী মিলিয়ে প্রায় ৫ হাজারেরও বেশি টোটো চলাচল করে। ব্যস্ততম সময়ে বিশাল পরিমাণ টোটোর কারণে হামেশাই যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে। বিশাল পরিমাণ টোটো বৃদ্ধির কারণ হিসেবে টোটো চালকদের একাংশের দাবি, একটি ব্যক্তিরই তিন চারটি করে টোটো রয়েছে এবং নিত্যদিন নতুন টোটো রাস্তায় নামছে।

টোটোর কারণে শহরের যানজট এড়াতে ইতিমধ্যেই একাধিক বৈঠকে প্রশাসনিক কর্তারা আগামী ২রা মে থেকে অবৈধ বা বিনা লাইসেন্স প্রাপ্ত টোটোগুলির চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে শহর থেকে প্রায় তিন থেকে চার হাজার টোটো উঠে যাবে বলে আশাবাদী প্রশাসনিক কর্তারা। তবে প্রশাসনের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অবৈধ টোটো চালকদেরই পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মেদিনীপুর শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব।

শুক্রবার মেদিনীপুর শহরের বহু লাইসেন্সবিহীন টোটো চালক এর কাছ থেকে শহর তৃণমূলের সভাপতির নির্দেশে নথি সংগ্রহ করা হয়। আগামী মঙ্গলবার অবৈধ টোটো চালকদের সমস্ত নথি নিয়ে জেলা প্রশাসনের সাথে বৈঠকও করতে পারেন শহর তৃণমূল সভাপতি। বিশ্বনাথ পাণ্ডবের দাবি, কোন টোটো বৈধ কোনটি অবৈধ সেটা নম্বর প্লেট দেখে বিচার করা উচিত নয়। মমতা বন্দোপাধ্যায় যেমন প্রতিটি মানুষেরই কথা ভাবেন সেই মতো অসহায় লাইসেন্স বিহীন টোটো চালকদের কথা ভেবেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই নিয়ে মহকুমাশাসকের সাথে কথা হয়েছে, অবৈধ টোটো বন্ধের সিদ্ধান্ত নিয়ে আগামীতে মহকুমাশাসকের সাথে বৈঠকে বসার আবেদনও জানিয়েছেন তিনি।

অপরদিকে লাইসেন্স বিহীন টোটো চালকদের একাংশের দাবি, তলে তলে বহু নতুন টোটোকে টাকার বিনিময়ে বৈধ নম্বর পাইয়ে দেওয়া হয়েছে অথচ শহরেরই পুরানো টোটো চালকেরা বহুবার আবেদন জানিয়েও তাদের বৈধতা দেওয়া হয়নি। শহর তৃণমূল সভাপতির এই উদ্যোগে শহরের অবৈধ টোটো চালকেরা আশার আলো দেখলেও সম্পূর্ণ বিষয়ে তৃণমূল শিবিরকে কটাক্ষ করেছেন মেদিনীপুর সংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস তৃণমূলের বিভিন্ন ইউনিয়ন লিডারদেরই একাধিক অবৈধ টোটো রয়েছে এবং টাকার বিনিময়ে বহু টোটো চালককে রাস্তায় টোটো নিয়ে নামার অনুমতি দিয়েছে। অরূপ দাসের আরো দাবি, তৃণমূল পরিচালিত পৌরসভা ও তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর সাথে কোন্দলে লিপ্ত তাই এক গোষ্ঠী যদি ভালো কাজ করতে চায় অপর গোষ্ঠী তার বিরোধিতা করবে। তবে শহরের অবৈধ টোটোগুলি রাস্তা থেকে উঠে গেলেই শহরের যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী শহরবাসী।