বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-
বাংলাদেশ সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে গেলেও টানা দুইবার ওয়ানডে ম্যাচ হেরে সিরিজ হারতে হয়েছে রোহিত শর্মার দল ভারতকে। এর পরই রিভিউ মিটিং ডাকতে চলেছে বিসিসিআই। বাংলাদেশ সিরিজ থেকে ফেরার পর এই পর্যালোচনা বৈঠকে থাকবেন অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, এনসিএ পরিচালক ভিভিএস লক্ষ্মণ, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর বোর্ড নিজেই একটি পর্যালোচনা সভা করার কথা বলেছিল। কিন্তু বোর্ডের একাধিক কর্মকর্তা ব্যস্ত থাকায় বৈঠক হয়নি। তবে আইসিসি র্যাংকিং-এ সপ্তম স্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে মীরপুরে সিরিজ হারের পর বিপদের ঘণ্টা বেজেছে। ওয়ান ডে বিশ্বকাপের আর এক বছরেরও কম সময় বাকি, এমন পরিস্থিতিতে এমন ফলাফলে সিঁদুরে মেঘ দেখছেন বোর্ড কর্তারা।
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত গত এক দশকে আইসিসি শিরোপা জিততে পারেনি। বোর্ডের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, “বাংলাদেশে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার সাথে একটি বৈঠকের আয়োজন করা যায়নি কারণ কেউ কেউ ব্যস্ত ছিলেন। তবে, দলটি বাংলাদেশ থেকে ফেরার পরে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হবে। এই সিরিজ হার যথেষ্ট বিব্রতকর। টিম ইন্ডিয়া যে বাংলাদেশ সিরিজও হারবে এটা আশা করা যায়নি”।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া বোর্ডে প্রায় পাকাপাকি স্থান অধিকার করেছেন। রোহিতকে কতদিন ওয়ান ডে-এর অধিনায়ক হিসেবে ধরে রাখা হয়, এখন সেটাই দেখার। ব্যাট হাতে শোচনীয় ফর্মে রয়েছেন রোহিত নিজেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া যেভাবে ইংল্যান্ডের কাছে হেরেছে, তাতে ভারতের একাধিক ভুল প্রকাশ্যে এসেছে।
আগামী বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অধিনায়ক হতে পারেন ৩৫ বছর বয়সী রোহিত। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়াকে এখন প্রস্তুত করা হচ্ছে। তবে নেতৃত্বের এই দোদুল্যমান অবস্থা পর্যালোচনা বৈঠকের পরে স্পষ্ট হয়ে যাবে।
অস্ট্রেলিয়ায় বোঝা গেছে যে ভারত এক বছর ধরে পরিকল্পনা করেও টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য প্রস্তুত ছিল না। পাওয়ারপ্লেতে ওপেনারদের দুর্বল ব্যাটিং, ফিনিশারের অভাব, বোলিং লাইন আপে এক্সপ্রেস পেস বোলারের অভাব, রিস্ট স্পিনারের অভাব; ভারতের ব্যর্থতার ময়নাতদন্ত একের পর এক কারণ প্রকাশ করেছে। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব বারবার ভারতের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন।
নির্বাচকদের পুরানো প্যানেল ছাঁটাই করার পরে বোর্ড এখনও একটি নতুন প্যানেল নিয়োগ করতে পারেনি। চেতন শর্মা, দেবাশিস মোহান্তি, হরবিন্দর সিং, সুনীল জোশিদেরকে বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হয়েছে।