বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-
বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর, কর্মসংস্থানের নতুন সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে প্রচুর স্বাস্থ্য কর্মী। তবে চুক্তিভিত্তিক হলেও বেতন হবে আকর্ষণীয়। এই স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলাসহ রাজ্য স্বাস্থ্য দপ্তর মারফত। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং নিযুক্ত স্বাস্থ্য কর্মীদের কাজও করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচির নিয়ম অনুযায়ী। কিন্তু আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
আবেদনকারী www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে পারবে। ফর্মের নির্দিষ্ট কলম গুলি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। এরপর সমস্ত কলমগুলি পূরণ হয়ে যাওয়ার পর নিজের সই স্ক্যান করে তা আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে এবং সবশেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২৬শে অক্টোবর ২০২২।
নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে আরও বিস্তারিত জানতে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট www.wbhealth.gov.in -এ গিয়ে বিস্তারিত দেখুন।
নিম্নলিখিত পদগুলির জন্যেই আবেদনকারীরা আবেদন করতে পারেন,
১) ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য শূন্য পদ আছে ৫টি। ২১ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা এর জন্য আবেদন করতে পারেন মাসিক বেতন ৩৫ হাজার টাকা
এর জন্য প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
২) ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য শূন্য পদ আছে ১০টি। ১৯ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। মাসিক বেতন ২২ হাজার টাকা। এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এর সাথে ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতাসহ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।
৩) ব্লক ডাটা ম্যানেজারের জন্য শূন্য পদ আছে ৫টি। ২১ থেকে ৪০ বছর বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন মাসিক বেতন ২২ হাজার টাকা।
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সঙ্গে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও ডাটা এনালিসিসে অভিজ্ঞতা থাকতে হবে।
৪) ব্লক এপিডেমিওলজিস্ট পদে ৫টি শূন্য পদ রয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারীরা আবেদন করতে পারেন এই পদের জন্য। মাসিক বেতন ৩৫ হাজার টাকা। আবেদনকারী প্রার্থীর এমএসসি সহ উল্লেখিত পদের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি পি.এইচ.ডি, এম.ফিল অথবা জনসাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ফর্ম পূরণের জন্য নিম্নলিখিত নথিগুলি আবেদনকারীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে,
১) প্রার্থীর বয়সের প্রমাণপত্র,
২) জাতিগত শংসাপত্র,
৩) শিক্ষাগত যোগ্যতার নথিপত্র,
৪) ভোটার কার্ড,
৫) আধার কার্ড,
৬) পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
৭) আবেদনকৃত পদের ক্ষেত্রে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তারও শংসাপত্র জমা করতে হবে।
প্রথমে আবেদনকারী প্রার্থীকে একটি কম্পিউটারের পরীক্ষা দিতে হবে। তারপর ইন্টারভিউ নেওয়া হবে। আর এরপর সবশেষে প্রার্থীর জমা করা সমস্ত নথিপত্রের সত্যতা যাচাই করা হবে। এর মাধ্যমেই আবেদনকারী প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে। তবে এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অর্জিত পূর্ব অভিজ্ঞতা অগ্রগণ্য বলে বিবেচিত হবে।।