Categories
রাজ্য

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুখ্য সচিবের দরবারে স্যাকটোয়া

বেঙ্গল সমাচার, নিজস্ব প্রতিবেদন :

রাজ্যের মুখ্য সচিব মনীশ জৈনের কাছে নিজেদের দাবিদাওয়া পেশ করলো স্টেট এডেড কলেজ টিচার্স’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (স্যাকটোয়া)।  সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ মুখ্য সচিবের কাছে স্টেট এডেড কলেজ টিচারদের বেতনবৃদ্ধি, নানা সুযোগসুবিধা সহ আট-দফা দাবিদাওয়া সংবলিত একটি পত্র পেশ করেন।

রাজ্যের গভর্নমেন্ট এডেড কলেজ গুলির প্রায় প্রতি কলেজেই সাবস্টেন্টিভ প্রফেসরদের তুলনায় স্টেট এডেড কলেজ টিচারদের সংখ্যা অধিক। কলেজ শিক্ষার একটি মূল ভিত্তি স্টেট এডেড কলেজ টিচারগণ। ক্লাস ও অন্যান্য অফিসিয়াল কাজে এই শিক্ষকদের সাবস্টেন্টিভ প্রফেসরদের সমান কাজই করতে হয়। অথচ এঁরা মাসে একটা সাম্মানিক পেয়ে থাকেন। কোনো মহার্ঘ্য ভাতা বা পেনশন নেই, নেই প্রভিডেন্ট ফান্ড। কলেজের টিচার্স কাউন্সিল বা গভর্নিং বডিতেও এঁরা থাকেন না।

তাই মুখ্য সচিবের কাছে নিজেদের দাবিদাওয়া সংবলিত পত্র প্রেরণ করেছেন । সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ বলেন, ‘ইতিমধ্যে আমরা বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং ডিপিআই, বিধানসভার উচ্চশিক্ষা বিষয়ক স্থায়ী কমিটি ও আনুষঙ্গিক সব দপ্তরে আমাদের দাবিদাওয়া পেশ করেছি। আজ মুখ্য সচিবকেও জানিয়েছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

Categories
রাজ্য

স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দাবি পূরণের আশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেক্স :-

সোমবার বিধানসভায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সংগঠনের পক্ষ থেকে একটি দাবিপত্র তুলে দেওয়া হয় শিক্ষামন্ত্রীর হাতে।

উচ্চশিক্ষা বিষয়ক বিধানসভার স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিধায়ক তরুণ কুমার মাইতি ও বিধায়ক বিক্রম প্রধানের উপস্থিতিতে  বিধানসভায় শিক্ষামন্ত্রীর হাতে স্যাকটোয়ার প্রতিনিধি দল তাদের দাবিপত্র তুলে দেয়। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও উপস্থিত ছিলেন দুই বিধায়কও । বৈঠক শেষে বিধানসভার উচ্চশিক্ষা বিষয়ক সান্ডিং কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে দাবি পত্র প্রদান  করা হয়  l

বিধানসভার উচ্চশিক্ষা বিষয়ক সান্ডিং কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে দাবি পত্র প্রদান

বৈঠক শেষে রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ জানান, “আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। ধন্যবাদ শিক্ষামন্ত্রীকে, ধন্যবাদ বিধায়ক তরুণ বাবু ও বিক্রমবাবুকে। আমরা স্টেট এডেড কলেজ টিচারদের নানা বিষয় নিয়ে ইতিপূর্বেও বহুবার দাবিপত্র দিয়েছি। কিছুদিন পূর্বেও আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। উনি আমাদের আবেদনকে খুব ইতিবাচক দিক থেকে দেখেছেন এবং আজ আমাদের আশ্বস্ত করেছেন l

আমাদের বিভিন্ন বিষয় নিয়ে একটি ফাইল ইতিমধ্যে ফিন্যান্স ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। ফিন্যান্স থেকে অনুমোদন এলেই তা লাগু হবে। আশা করছি নতুন বছরের শুরুতে স্টেট এডেড কলেজ টিচারগণ সঠিক মর্যাদা পাবেন”।

Categories
রাজ্য

স্যাকট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘ দিনের দাবি আংশিক মেটানোর আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  

বেঙ্গল সমাচার প্রতিবেদন, নিউজ ডেক্স :

১লা,সেপ্টেম্বর:  নয় দফা দাবিপত্র সহ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের এক প্রতিনিধি দল। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষের নেতৃত্বে তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে স্যাকটোয়া।

বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড, চাইল্ড কেয়ার লিভ, কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে স্যাকটদের বিশেষ সুবিধা দান সহ নয় দফা দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। দাবিগুলি নিয়ে শিক্ষামন্ত্রী যথেষ্ট আস্বস্ত করেছেন বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিগণ।

 শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতকারী প্রতিনিধিগণ
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতকারী প্রতিনিধিগণ

 

সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ বলেন,  “এই প্রথম আমরা শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে বৈঠক করলাম। যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের অনেকগুলো দাবি প্রাসঙ্গিক বলে তিনি নিজেই সহমত হয়েছেন এবং এবিষয়ে নির্দিষ্ট আধিকারিককে দায়িত্বও দিয়েছেন। আমরা আশাবাদী। আগামীদিনে আরো কিছু বিষয় নিয়ে খুব শীঘ্রই আমরা পুনরায় আলোচনায় বসবো”।

Categories
রাজ্য

বহাল রইল হাই কোর্টের নির্দেশ ! কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট রাজ্যে

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেক্স :-

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কলকাতা হাইকোর্টের আদেশ বহাল রইলো সুপ্রিম কোর্টে। রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের আর্জি খারিজ করে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের আদেশ বহাল রেখে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই নির্বাচনের আদেশ দিয়েছে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা ডালুবাবু।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। বিচারপতি নাগরত্ন বলেন, “আপনারা পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন। আর হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে। খরচ তো কেন্দ্র দেবে। আপনাদের অসুবিধা কোথায়? তা ছাড়া ভোটে আইনশৃঙ্খলার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনী হলে সমস্যা কোথায়?” কেন্দ্রীয় বাহিনীর বিপক্ষে সওয়াল করেন রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের আইনজীবীরা। বিজেপির আইনজীবী রাজ্যে ভোট ঘোষণার পর মনোনয়নকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও হাইকোর্টের রায়ের সারবত্তা তুলে ধরেন। কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট কর্মীদের সুরক্ষার দাবি জানান তাঁরা। সুপ্রিম কোর্ট জানায়, “রাজ্যে হিংসার ঘটনার উদাহরণ রয়েছে। হাইকোর্ট পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। সেখানে অসুবিধার কিছু দেখছি না।’’ অর্থাৎ কেন্দ্র বাহিনী দিয়েই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে হবে l

Categories
রাজ্য

মরে গেলে আর বিচার করবেন কি করে! বিচারকের কাছে কাতর আর্জি পার্থর

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেক্স :-

“মরে গেলে আর বিচার করবেন কী করে?” এজলাসে দাঁড়িয়ে বিশেষ সিবিআই আদালতের বিচারককে কাতর আর্জি জানালেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে সঠিক সময়ে তাঁর চিকিৎসা হচ্ছে না বলেও বিচারপতির কাছে অভিযোগ জানিয়েছেন পার্থ।

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে উপস্থিত ছিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতা সম্পর্কে বিচারককে জানাচ্ছিলেন তাঁর আইনজীবী।

সেই সময়েই পার্থ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়ে অভিযোগ জানান, জেল সুপার হাসপাতালকে তাঁর অসুস্থতার বিষয়ে লিখিত ভাবে জানানোর পরেও হাসপাতাল ১০ দিন পর “রিপোর্ট ব্যাক” করছে! তিনি বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। বিচারক আশ্বাস দেওয়ার পর পার্থ আরও বলেন, “দেখুন স্যর! মরে গেলে আর বিচার করবেন কী করে?”

Categories
রাজ্য

নবজোয়ারকে ঘিরে বিশৃঙ্খলা ! ভাঙলো বীরবাহার গাড়ি

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :-

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির মধ্যেই কুড়মি বিক্ষোভে উত্তাল ঝাড়গ্রাম। শালবনীতে কনভয়ে হামলার অভিযোগ কুড়মি বিক্ষোভকারীদের বিরুদ্ধে। উড়ে এলো ইঁট পাটকেল। রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে কুড়মি বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ভেঙেছে মন্ত্রীর গাড়ির কাঁচ। এক ব্যক্তির চোখ আহত ভাঙা কাঁচে৷ তিনি মন্ত্রীর গাড়িতে ছিলেন বলে একাংশের অনুমান। মন্ত্রী বিরবাহা হাঁসদার হুঁশিয়ারি, “কুড়মি নেতাদের এই ঘটনার দায় নিয়ে জবাব দিতে হবে!”

শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনী এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। “চোর! চোর” স্লোগান সহ বিক্ষোভ দেখাতে থাকেন কুড়মি সংগঠনের আন্দোলনকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের শেষের দিকে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ছিল। অভিযোগ, মন্ত্রীর গাড়ি ও কনভয়ের অন্যান্য গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইঁট পাটকেল। তৃণমূল কর্মী সমর্থকদের গাড়িতে লাঠি হামলা চালানো হয় বলেও অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। কাঁচ ভেঙে চোখে ঢুকে আহত হয়েছেন এক ব্যক্তি। তিনি মন্ত্রীর গাড়িতে ছিলেন বলে অনুমান একাংশের।

ঘটনার পরেই তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী বিরবাহা। তিনি বলেন, “এটি জাতিগত আন্দোলন হতে পারে না। জাতিগত রাজনীতি এত নোংরা হয় না!” এই হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে তিনি জানিয়েছেন, “আমরা এই ঘটনার জবাব চাইবো। কুড়মি সম্প্রদায়ের কোনো নেতাকে ছাড়বো না। একজনের চোখ নষ্ট হতে বসেছে। কুড়মি সমাজের যত নেতা আছেন, এর দায় তাঁদের নিতে হবে।” অন্যদিকে কুড়মি নেতাদের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বহিরাগতরা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ অনেকের। তৃণমূলের একাংশের তরফে বিজেপির প্ররোচনার দিকে আঙুল তোলা হয়েছে।

গত মাস থেকে রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু জঙ্গলমহলে কর্মসূচি প্রবেশের পর থেকেই দফায় দফায় কুড়মি সমাজের বিক্ষোভের সামনে পড়তে হয়েছে তাঁকে। কুড়মিদের ঘাঘর ঘেরায় গাড়ি থেকে নেমে কুড়মি নেতাদের বক্তব্যও শুনেছিলেন তিনি। গত ২৩ মে বাঁকুড়ার খাতরার রাস্তায় পুকুরিয়াতে কুড়মি সমাজের আন্দোলনকারীরা একত্রিত হয়েছিলেন। বনকাটায় কুড়মিদের তরফে ঘাঘর ঘেরা করা হয় তাঁর কনভয়। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন অভিষেক। আন্দোলনকারীরা তাঁদের দীর্ঘদিনের দাবি ও সিআরআই জাস্টিফিকেশানের বিষয়ে জানান অভিষেককে।

Categories
রাজ্য

এবার থেকে একাদশ শ্রেণির প্রশ্ন তৈরি করা থেকে উত্তর পত্র মূল্যায়ন করা , পুরোটাই থাকবে স্কুলের দায়িত্বে

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেক্স :-

এবার থেকে একাদশ শ্রেণির বাৎসরিক পরীক্ষার প্রশ্ন তৈরি থেকে উত্তর দেখার সমস্ত দায়িত্ব নিতে হবে স্কুলগুলিকে। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সেই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি৷

এতদিন পর্যন্ত সংসদ একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতো। খাতা দেখার দায়িত্ব ছিল স্কুলগুলির৷ এবার থেকে সংসদের নির্দেশিকা মেনে স্কুলগুলিই তৈরি করবে একাদশ শ্রেণির বাৎসরিক পরীক্ষার প্রশ্ন পত্র। উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বও স্কুলগুলির।

তবে একাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে জারি থাকবে নির্দিষ্ট নিয়মাবলী। সংসদ নির্ধারিত সময়সীমার মধ্যে স্কুলগুলিকে পরীক্ষা নিতে হবে, উত্তর লেখার জন্য উত্তরপত্র দিতে হবে স্কুলগুলিকে, নির্দিষ্ট নিয়ম ও ধরন মেনে প্রশ্নপত্র তৈরি হবে, পরীক্ষার নম্বর সংশ্লিষ্ট পোর্টালে আপডেট করতে হবে বিদ্যালয়গুলিকে।

Categories
রাজ্য

বজবজে পুলিশের অভিযানে ২০ হাজার কেজি বোমা উদ্ধার! গ্রেপ্তার ৩৪

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেক্স :-

দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার পরেই তৎপর পুলিশ। রবিবারের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর জখম হয়েছেন। এরপরেই এলাকা জুড়ে তল্লাশিতে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে ২০ হাজার কেজি বেআইনি বাজি। গ্রেপ্তার করা হয়েছে ৩৪ জনকে।

রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়। মৃত্যু হয়েছে জয়শ্রী ঘাটি (৬৫) এবং পম্পা ঘাটি (১০) নামে দুই মহিলার। গুরুতর জখম হয়েছেন ১ জন।

এই ঘটনার পর থেকে ডিএসপি (ইন্ডাস্ট্রিয়াল) নিরূপম ঘোষের নেতৃত্বে মহেশতলা এবং বজবজ থানার পুলিশ শুরু করে তল্লাশি অভিযান। বাজিপাড়া হিসাবে প্রসিদ্ধ নুঙ্গি, বজবজ, মহেশতলা এলাকায় চলে তল্লাশি। বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ বাজি। গ্রেফতার করা হয়েছে ৩৪ জনকে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাজি ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

Categories
রাজ্য

বিধায়ক পথ ছেড়ে দেব! এসএসকেএম কাণ্ডে পাল্টা হুংকার মদন মিত্রের

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেক্স :-

এসএসকেএম কাণ্ডে পাল্টা সাংবাদিক বৈঠক করে কার্যত দলের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রয়োজন পড়লে বিধায়ক পদ ছেড়ে দেওয়ার হুমকি দিলেন।হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে নাম না করে হাসপাতাল চত্ত্বরে গুন্ডামির অভিযোগ আনে। অভিযোগ আনা হয় , হাসপাতালের ডাক্তার ও চিকিৎসাকর্মীদের হেনস্থার। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতি উল্লেখ করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেওয়া হয়।

এরপরেই পাল্টা সাংবাদিক বৈঠক করেন মদন মিত্র। নাম না করে দলনেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “দরকার পড়লে পদ ছেড়ে দেব। একটা তো বিধায়ক পদ। আমি সোনালি গুহ, শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী বা মুকুল রায় নই। আমি মদন মিত্র! উনি আমাকে কী দিয়েছেন?” বলেন, “ওই তো বিধায়কের মাইনে! যদি ছেড়ে দিতে বলেন, ছেড়ে দেব! তেমন হলে রাজনীতিই ছেড়ে দেব! দরকার হলে টিউশনি করে পেট চালাব। যা পড়াশোনা আছে, তাতে মাসে বিশ-তিরিশ হাজার টাকা পেয়ে যাব।” মদন মিত্র আরও বলেন, “আমি নির্বাচিত কামারহাটি থেকে। আমায় তৃণমূল জেতায়নি। তৃণমূল জোড়াফুল প্রতীক দিয়েছে। কিন্তু জিতিয়েছে কামারহাটির জনতা।”

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে৷ বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পাল নামে এক যুবক এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নেয়নি। হাসপাতালে উপস্থিত হয়েছিলেন মদন মিত্র৷ তাঁর অভিযোগ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসদের হস্তক্ষেপেও ভর্তি নেওয়া হয়নি গুরুতর আহত রোগীকে। পিজি হাসপাতালে ‘দালালরাজ’ চলছে বলে অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন মদন।

এরপরে শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “কাল রাতে হাসপাতালে যা ঘটেছে, তা অনভিপ্রেত। ইচ্ছাকৃত ভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের হেনস্থা এবং গালিগালাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। আমি তাঁকে ঘটনার কথা বিস্তারিত জানিয়েছি। তিনি এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন।” সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এসএসকেএম কর্তৃপক্ষ হাসপাতালে দালালরাজের অভিযোগ অস্বীকার করে জানান, ট্রমা কেয়ারে ভেন্টিলেশন শয্যা খালি না থাকায় রোগীকে ভর্তি করা যায়নি। হাসপাতালে গুন্ডামি বরদাস্ত করা হবেনা বলেও জানানো হয়েছে।

Categories
রাজ্য

এবার অভিষেককে জেরা করবে ED, CBI ! রায় বিচারপতির

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেক্স :-

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। এজলাস বদলালেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এই মামলায় জেরা করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

উল্লেখ্য, কুন্তল ঘোষের ইডি ও সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে পাঠানো চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ইডি ও সিবিআই প্রশ্ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তদন্তকারীরা চাপ দিচ্ছেন”, এমন অভিযোগ এনে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি সিনহার এজলাসে আসে সুপ্রিম কোর্টের আদেশে। এরপর মামলায় যুক্ত হয়ে মামলা থেকে অব্যহতি চেয়ে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।