বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-
দেশে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে তাদের সঞ্চয় বিনিয়োগকারীদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলায়। ফলস্বরূপ, এই রাজ্যে দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (POSA) রয়েছে। এবার সেই সেভিংস অ্যাকাউন্ট নিয়েই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকার।
যার জেরে রাজ্যের ৭৫ লাখেরও বেশি নাগরিককে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হতে পারে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বছরের ১লা এপ্রিলের মধ্যে দেশের সমস্ত পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টগুলিকে একটি মোবাইল নম্বরের সাথে আধার নম্বর যুক্ত করতে হবে। তার মানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট আধার সংযুক্ত মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা হবে। যদি তা না করা হয় তবে ১লা এপ্রিল থেকে সেই সমস্ত সেভিংস অ্যাকাউন্টগুলি ব্লক করা হবে। সম্প্রতি, এমন একটি নির্দেশিকা জারি করেছে ডাক বিভাগ (ভারতীয় পোস্ট)।
ডাক বিভাগের মতে, আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত কোনো পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ব্লক করা হবে না। সেই সব অ্যাকাউন্টে লেনদেন করা যাবে। কিন্তু ১লা এপ্রিলের মধ্যে সেই সমস্ত সেভিংস অ্যাকাউন্টগুলিকে আধার-সক্ষম মোবাইল নম্বরগুলির সাথে লিঙ্ক করতে হবে। অন্যথায় ১লা এপ্রিল থেকে ব্লক করা হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ডাক দফতরের আধিকারিকদের দাবি, কেন্দ্রীয় সরকার বহুদিন ধরেই মোবাইল নম্বরকে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করছে। কিন্তু বাধ্যতামূলক না হওয়ায় অনেকেই তা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু এ বার তা বাধ্যতামূলক করছে কেন্দ্র। অন্য কথায়, যদি আধার-সক্ষম মোবাইল নম্বর পোস্ট অফিসের সঞ্চয় অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা না থাকে তবে এটি ১লা এপ্রিল থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। কেন্দ্রের দাবি, গ্রাহকদের আর্থিক সুরক্ষা দিতেই এই নিয়ম লাগু করা হয়েছে। একই সঙ্গে যেকোনো লেনদেনের জন্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল ফোন নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। আগে ২০ হাজার টাকা বা তার বেশি লেনদেনের জন্য মোবাইল নম্বরের প্রয়োজন ছিল। এখন থেকে সেই সীমানা তুলে নেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গের সমস্ত পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকের মোট সংখ্যা প্রায় ৭৬ লাখ ৭৭ হাজার। এই সংখ্যক লোককে ৩১শে মার্চের মধ্যে তাঁদের আধার-সক্ষম মোবাইল নম্বরগুলিকে তাঁদের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। যেহেতু রাজ্যে বয়স্ক লোকেরা এই অ্যাকাউন্টগুলি বেশি ব্যবহার করেন, তাই মনে করা হচ্ছে যে, তাঁরা এক্ষেত্রে সবচেয়ে বেশি হয়রানির সম্মুখীন হবেন। এখনও পর্যন্ত দেখা গেছে যে একই গ্রাহক বিভিন্ন পোস্ট অফিসে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতেন এবং একই গ্রাহকের বিভিন্ন তথ্য ফাইল বা সিআইএফ তৈরি করা হয়েছিল। এখন ডাক বিভাগ একজন গ্রাহকের সমস্ত অ্যাকাউন্ট বা সেভিংস স্কিমকে একটি CIF-এর অধীনে আনার প্রক্রিয়া শুরু করেছে। এতে আধার সক্ষম মোবাইল নম্বর যোগ করা হবে। এটি শুধু নিরাপত্তাই দেবে না, গ্রাহকরা এসএমএস, ই-পাসবুক বা আইভিআরএসের সুবিধাও পাবেন।