রাজনীতি

মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচনে লাগু হলো আদর্শ আচরণ বিধি

মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচনে লাগু হলো আদর্শ আচরণ বিধি

বেঙ্গল সমাচার,নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :-

মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচনে লাগু হলো আদর্শ আচরণ বিধি l মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচন ১৩ নভেম্বর। শুক্রবার থেকে শুরু হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ । প্রত্যাহার করার শেষ দিন ৩০ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শাসকের অফিসের  সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক খুরশেদ আলি কাদেরি এবং রিটার্নিং অফিসার মধুমিতা মুখার্জি জানান, মোট ভোটার রয়েছেন ২৯১৬৪৩ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৪৮১০০ জন । মোট বুথের সংখ্যা ৩০৪ টি। প্রতিটি বুথেই ওয়েব কাস্টিং হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ইতিমধ্যেই লাগু হয়ে গেছে আদর্শ আচরণ বিধি। ৩ টে নাকা চেকিং করা হয়েছে। ফ্লাইং স্কোয়াড , স্যটাটিক সারভাইলেন্স টিম কাজ শুরু করে দিয়েছে। ৮৫ বছর বয়সী ২৬০৭ জন বয়স্ক ভোটারের এবং ৭৮২ জন প্রতিবন্ধী ভোটারের বাড়ি থেকে ভোট গ্রহণ করা হবে।

মেদিনীপুর পুরসভার ২৫ টি ওয়ার্ড , মেদিনীপুর সদর ব্লকের ৪ টি গ্রাম পঞ্চায়েত এবং শালবনি ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েতের ভোটাররা ভোট দেবেন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন অভিনেত্রী জুন মালিয়া। ২০২৪ এর লোকসভা নির্বাচনে জুন মালিয়া তৃণমূলের টিকিটে জয়ী হয়ে সাংসদ হন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জুন মালিয়া সাংসদ হবার পর বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করেন নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যেই নির্বাচন করাতে হয়। যদিও কেন্দ্রীয় নির্বাচন কমিশন অন্যান্য রাজ্যের সঙ্গেই পশ্চিমবঙ্গের ছয় কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন ঘোষণা করে দিলেও এখনও পর্যন্ত রাজ্যের শাসকদল ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আগামী দু-একদিনের মধ্যেই সমস্ত রাজনীতির দলগুলো প্রার্থী ঘোষণা করবে l

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker