ক্ষুদিরাম বসুর আত্মবলীদান দিবসকে সামনে রেখে ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হলো বিভিন্ন সামাজিক কর্মসূচি
ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হলো বিভিন্ন সামাজিক কর্মসূচি
বেঙ্গল সমাচার প্রতিবেদন,মেদিনীপুর :
১১ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলীদান দিবসের দিন মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সামাজিক কর্মসূচি, ১১ই আগস্ট ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষ্যে সকাল বেলায় মেদিনীপুর শহরের দুই প্রান্তে আমতলায় ও হবিবপুরে অবস্থিত ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যাদান করা হয় l
এদিন দুপুরে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত মহাতাবপুরে অবস্থিত ‘ব্লাইন্ড মাদ্রাসা ‘ স্কুলের দুঃস্থ আবাসিক ছাত্রদের মধ্যে শিক্ষা সামগ্রী ও চারা গাছ বিতরন, মিষ্টিমুখ ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে । ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি রাহুল কোলে জানান আমরা ক্ষুদিরাম বসুর সৌর্য ও সাহসিকতাকে পাথেয় করে পথ চলা ও যুবসমাজকে রক্ত দানে আগ্রহী ও সামাজিক কল্পে ব্রতী করার জন্য আজকের দিনটিতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় এবং প্রতি বছর এই দিনটি বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাইন্ড মাদ্রাসা স্কুলের সম্পাদিকা সুদীপ্তা দাস, ইমার্জেন্সী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা গোপাল সাহা , সৌমেন হেলানি, দেবব্রত দত্ত, সৈয়দ নুরুল, সভাপতি রাহুল কোলে প্রমূখ।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591