
দাম্পত্যের ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে যৌন মিলন স্বামীর অধিকারের মধ্যে পড়ে না, জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট
বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- ‘স্ত্রী কোনওভােবই স্বামীর সম্পত্তি নন’ সুপ্রিমকোর্টের এই পর্যবেক্ষনের উপর ভিত্তি করে দিল দিল্লি হাই কোর্ট জানিয়ে দিল বিয়ের পরেও স্ত্রীর সঙ্গে যৌন মিলন স্বামীর অধিকারের মধ্যে পড়ে না। কখনওই যৌন সম্পর্কের জন্য জোর করা যায় না সঙ্গীকে। এমনকী, দাম্পত্যের ক্ষেত্রেও সঙ্গম করার অধিকার ফলানো যায় না সঙ্গীর কাছে। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করল দিল্লি হাই কোর্ট। বিচারপতি সি হরি শংকর বলেন, “এমনকী বিয়ের ক্ষেত্রেও আমরা যৌন সম্পর্ক নিয়ে যতই উঁচু প্রত্যাশা রাখি না কেন, আপনি কখনও সঙ্গীর কাছে যৌন মিলনের অধিকার দাবি করতে পারেন না”।
উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারাকে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশন জমা পড়েছে আদালতে। ওই ধারায় স্ত্রীর বয়স ১৫ বছরের বেশি হলে তার সঙ্গে বলপূর্বক সঙ্গমকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধেই ওই পিটিশনগুলি জমা পড়েছে। বৈবাহিক ধর্ষণকে ‘অপরাধ’ হিসেবে গণ্য করার আরজি জানিয়ে জমা পড়া একাধিক পিটিশনের শুনানি শুরু হয় গত সপ্তাহে। সেই পিটিশনের শুনানিতেই আদালত এই মন্তব্য করেছে।
এই মামলায় ‘অ্যামিকাস কিউরি’ তথা নিরপেক্ষ পরামর্শদাতার দায়িত্বে থাকা রেবেকা জন বলেন, “বিয়েতে যৌন সম্পর্কের ন্যায্য প্রত্যাশা থাকেই। প্রত্যাশা কখনও শাস্তিযোগ্য হতে পারে না। কিন্তু প্রত্যাশা থেকে যদি জবরদস্তি ও বলপ্রয়োগ করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপরাধ”। স্ত্রীর সম্মতির বিরুদ্ধে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে বলে তিনি আদালতকে জানান।
এর আগে গত মাসে গুজরাট হাই কোর্ট দাম্পত্য বিবাদের একটি মামলার শুনানিতে জানিয়েছিল, স্ত্রীকে কখনও যৌন সম্পর্কে বাধ্য করতে পারেন না স্বামী। তারও আগে মার্চ মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়ে দিয়েছিল, স্ত্রী কোনওভােবই স্বামীর সম্পত্তি নন। তাই তাঁকে জোর করে সঙ্গম কিংবা কোনও বৈবাহিক দায়িত্বে পালনের জন্যই বাধ্য করতে পারেন না স্বামী।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591