
৯ নম্বর ওয়ার্ড সুশীল সমাজের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা
বেঙ্গল সমাচার ,নিজস্ব প্রতিনিধি :
কর্নেলগোলা ভগবতী স্কুলে ৯ নম্বর ওয়ার্ড সুশীল সমাজের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় l সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জুন মালিয়া l
এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, মুরলী মোহন মান্না, মহেশ্বর সরকার, জ্ঞানেন্দ্র নাথ ভূঁইয়া, নারায়ণ চন্দ্র মাইতি, কাজরী বসু, লক্ষীকান্ত মন্ডল, দুলাল আদ্ধ, নব পাত্র, ড. কিংশুক বসু, গৌতম ডোগড়া সহ প্রায় চার শতাধিক শিল্পী- সাহিত্যিক- বুদ্ধিজীবী- শিক্ষক -প্রধানশিক্ষক — আইনজীবী- ডাক্তার- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী -অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী- ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ l সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু l
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591