বেঙ্গল সমাচার, নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর :-
চিত্রলেখা একাডেমী অফ ফাইন আর্টস এর উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল জেলা ব্যাপি অংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে ছিলো অঙ্কন এবং হাতের লেখা। পশ্চিম মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলার প্রতিযোগিরাও অংশগ্রহণ করেন।
চিত্রলেখা একাডেমীর কর্ণধার শৌভিক গুড়িয়া (বিট্টু) জানান “প্রতি বছর ছোটোদের এই ধরনের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেমন বসে আঁকো হাতের কাজ হাতের লেখা আবৃতি সহ নানান রকম। প্রত্যেক প্রতিযোগিকে একটি স্বান্তনা পুরস্কার দেওয়া হয় এছাড়াও একাধিক পুরস্কার থাকে”।
সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতা থাকেন তরুণ সংঘ ব্যায়ামাগার। এছাড়াও বিভিন্ন কলা কেন্দ্রের শিক্ষকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিচালনা করতে সাহায্য করেন। এদিন প্রায় ১২০০ প্রতিযোগি অংশগ্রহণ করেন।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591