স্যাকট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘ দিনের দাবি আংশিক মেটানোর আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
দীর্ঘ দিনের দাবি আংশিক মেটানোর আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
বেঙ্গল সমাচার প্রতিবেদন, নিউজ ডেক্স :
১লা,সেপ্টেম্বর: নয় দফা দাবিপত্র সহ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের এক প্রতিনিধি দল। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষের নেতৃত্বে তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে স্যাকটোয়া।
বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড, চাইল্ড কেয়ার লিভ, কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে স্যাকটদের বিশেষ সুবিধা দান সহ নয় দফা দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। দাবিগুলি নিয়ে শিক্ষামন্ত্রী যথেষ্ট আস্বস্ত করেছেন বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিগণ।
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ বলেন, “এই প্রথম আমরা শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে বৈঠক করলাম। যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের অনেকগুলো দাবি প্রাসঙ্গিক বলে তিনি নিজেই সহমত হয়েছেন এবং এবিষয়ে নির্দিষ্ট আধিকারিককে দায়িত্বও দিয়েছেন। আমরা আশাবাদী। আগামীদিনে আরো কিছু বিষয় নিয়ে খুব শীঘ্রই আমরা পুনরায় আলোচনায় বসবো”।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591