ব্যবসা - বাণিজ্য

অনলাইনে মিলছে সব, দোকান বন্ধের আশঙ্কা মুদি দোকানিদের

অনলাইনে মিলছে সব, দোকান বন্ধের আশঙ্কা মুদি দোকানিদের

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :

ডিজিটাল হচ্ছে সব কিছু। মুদি দোকানে লেনদেনও এখন ডিজিটাল। কিন্তু এই ডিজিটাল  যুগে হারিয়ে যাচ্ছে গ্রামীণ মুদিখানা। এমনটাই দাবি করছেন ক্ষুদ্র ও ছোট মুদি দোকানিরা। তাঁদের আশঙ্কা, আর কদিন পরে হয়ত ব্যবসাই বন্ধ করে দিতে হবে তাঁদের৷

শাক-সবজি থেকে তেল মশলা, এমনকি, ঘুঁটে পর্যন্ত পাওয়া যাচ্ছে অনলাইনে। শুধু তাই নয়, অর্ডার দিলে সেই সামগ্রী পৌঁছে যাচ্ছে দুয়ারে। যার ফলে দোকানে গিয়ে দাম দর করে জিনিস কেনা ভুলছেন মানুষজন। এই সব দেখে এখন কার্যত মাথায় হাত বাজারের সাধারণ দোকানদারদের৷

ঘর কন্যার জিনিস থেকে জিরে, হলুদ, লঙ্কা, তেল মশলা, সাবান এবং সঙ্গে ঘি, মাখন ও সরষের তেল পাওয়া যাচ্ছে অনলাইনে। যা দামেও কম অন্যদিকে বেশি কিনলে ডিসকাউন্ট থাকছে প্রচুর। পাড়ার দোকানদারদের দাবি, তাতেই মজেছে এখন তরুণ প্রজন্ম সহ জঙ্গল মহলের গ্রাম সহ শহরের মানুষজন। আর যে কারণে হারাচ্ছে ছোট ছোট মুদিখানার ব্যবসা। যারা একসময় পড়াশোনা করে চাকরি না পেয়ে ব্যাঙ্ক থেকে ছোট ছোট লোন নিয়ে সংসার এবং জীবিকা নির্বাহ করার জন্য মুদিখানার দোকান শুরু করেছিলেন, তাঁরা আজ পড়েছেন ফাঁপড়ে।

একদিকে প্রতিদিন যেভাবে মালের দামের ওঠা নামা করছে, সেই সঙ্গে এই অফারের ছড়াছড়িতে প্রভাব পড়ছে ছোট ব্যবসায়। এর সঙ্গে যোগ হয়েছে বড় বড় মলে মুদির সামগ্রী বিক্রি। যেখানে অতি সহজে যেমন ডিসকাউন্ট দিচ্ছে সেই সঙ্গে ঘরে অতি সহজেই সুলভে পৌঁছে দিচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিটা ক্ষেত্রেই জিনিসের পার্থক্য দামের পার্থক্য দাঁড়াচ্ছে ১০-২০ টাকা থেকে কখনও কখনও ৭০-৮০ ও ১০০-২০০ টাকা।

তাই গৃহস্থালীর টুকিটাকি খরচ বাঁচাতে এখন ডিজিটাল মাধ্যম এবং অনলাইন সঙ্গে মলের উপরেই ভরসা রাখছে আপামর এই জেলাবাসী। আর এই ঘটনায় খদ্দের হারিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ছোট ছোট এই মুদিখানার ব্যবসায়ীরা। তাঁরা বুঝে উঠতে পারছেন না, তাঁদের করা লোন এখন তাঁরা কীভাবে শোধ করবেন!

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker