মেদিনীপুরে বিরল প্রজাতির হায়নাকে পিটিয়ে মারার ঘটনায় এফ আই আর বনদপ্তরের.. ?
মেদিনীপুরে বিরল প্রজাতির হায়নাকে পিটিয়ে মারার ঘটনায় এফ আই আর বনদপ্তরের.. ?
বেঙ্গল সমাচার প্রতিবেদন,মেদিনীপুর, ২ জুলাই :
বিরল প্রজাতির হায়নার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সিজুয়ার মুড়াকাটায়। ইতিমধ্যেই জেনারেল ডায়েরি করেছে বন দফতর। ঘটনাটি নিয়ে এফআইআর-ও করা হবে বলে জানিয়েছেন ডিএফও।
পশ্চিম মেদিনীপুর জেলার সিজুয়ার মুড়াকাটার জঙ্গলে শনিবার এক পূর্ণবয়স্ক হায়নার দেহ উদ্ধার হয়। সেই সাথে ছড়িয়ে পড়ে একটি ভাইরাল ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এলাকাবাসী হায়নাটিকে ঘিরে ধরে মারধর করতে উদ্যত হয়েছে। এমনকি শেষপর্যন্ত হায়নাটিকে লাঠি ও পাথর দিয়ে পিটিয়ে মারা হয়।
উল্লেখ্য, ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্টে এটি বিরল প্রজাতির প্রাণী হিসেবেই চিহ্নিত করা হয়েছে। হায়নাকে মারলে শাস্তির নিদান রয়েছে এই আইনে । শনিবার দুপুর ১টা নাগাদ এই হায়নার মৃত্যু হয়। এরপরই বনদফতরের তরফ থেকে গুড়গুড়িপাল থানায় একটি জিডি করা হয়।
তবে সেখানে একটি পূর্ণবয়স্ক পুরুষ হায়নার মৃত্যুর কথা উল্লেখ করা থাকলেও কীভাবে মৃত্যু হল তার তা উল্লেখ করা হয়নি। যদিও জিডি এন্ট্রি হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। তবে মেদিনীপুর বন বিভাগের ডিএফও মনীশ কুমার যাদব বলেছেন, “এফআইআর হবে। হায়নাটির ময়নাতদন্তও হচ্ছে। ভিডিওটিও খতিয়ে দেখা হচ্ছে।”
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591