ব্যাটারিতে চলবে চার চাকা গাড়ি, মেদিনীপুরের কাঠের মিস্ত্রি সেরাফত আলির তৈরী বাহন চলছে রাস্তায়
ব্যাটারিতে চলবে চার চাকা গাড়ি
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর :-
ব্যাটারিতে চার্জ নিয়ে চলবে চারচাকা গাড়ি। বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ জুড়ে নিজেই অভিনব চার চাকার বাহন তৈরি করলেন মেদিনীপুরের ২২ নম্বর ওয়ার্ডের আকর্ষা নগরের বাসিন্দা পেশায় কাঠের মিস্ত্রি সেরাফত আলি। সেই গাড়ি এখন চলছে মেদিনীপুরের রাস্তায়।
অভিজ্ঞ ও বর্ষীয়ান কাঠের মিস্ত্রি মেদিনীপুরের ২২ নম্বর ওয়ার্ডের আকর্ষা নগরের বাসিন্দা সেরাফত আলি। বয়সের কারণে দু’চাকার বাহন চালানো নিয়ন্ত্রণ করতে চেয়ে নিজেই বানিয়ে নিয়েছেন চার চাকা গাড়ি। গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ। টাটা ন্যানোর স্টিয়ারিং, মাহিন্দ্রার স্টিয়ারিং বক্স, টোটোর চাকা ইত্যাদি। গাড়িতে লাগানো ছোট ব্যাটারিটি একবার চার্জ নিয়ে চলবে ১৫-২০ কিলোমিটার। গাড়ি বানাতে যন্ত্রাংশের খরচ পড়েছে প্রায় ৭০ হাজার টাকা।
ব্যাটারি চালিত চার চাকা গাড়ির কারিগর সেরাফত আলি জানিয়েছেন, গাড়িটিতে লিথিয়াম ব্যাটারি বসালে একবার চার্জ দিলে ৬০-৭০ কিলোমিটার পাড়ি দেবে গাড়ি। কিন্তু লিথিয়াম ব্যাটারির দাম বেশি হওয়ায় তিনি ছোটো ব্যাটারি ব্যবহার করেছেন। তবে সেরাফত মিস্ত্রির কেরামতি এই প্রথম নয়। এর আগে তিনি ব্যাটারি চালিত তিন চাকা গাড়ি বানিয়ে ছিলেন। কিন্তু সেই গাড়ি চালানোর সময় কিছু যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য সমস্যা লক্ষ্য করে নতুন ভাবে চার চাকা গাড়িটি তৈরি করেছেন তিনি।
কাঠের মিস্ত্রি হওয়ায় বিভিন্ন যন্ত্রাংশের কার্যপ্রণালী তিনি জেনে ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে আগে বানিয়েছেন কাঠের সার্কুলার ব্লেড শান দেওয়ার ও প্রেসের ব্লেড শান দেওয়ার যন্ত্র। এখন চার চাকা গাড়ি তৈরি করলেও ব্যবসায়িক ভাবে এই গাড়ি তৈরির বিষয়ে অনীহার কথাই জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “বয়স হয়েছে! তাই ব্যবসায়িক ভাবে বানানো সম্ভব নয়৷ এটি নিজের শখে ও ব্যক্তিগত ব্যবহারের জন্যই বানানো।”
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591