ব্যবসা - বাণিজ্য

মুখ্যমন্ত্রীর বানিয়েছিলেন সেইমত সরকারি মূল্যের চপের দোকান চালু হলো ডেবরাতে! থাকছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

এবার চালু হলো সরকারি চপের দোকান

নিজস্ব প্রতিনিধি, ডেবরা:

মুখ্যমন্ত্রীর বানিয়েছিলেন সেইমত সরকারি মূল্যের চপের দোকান চালু হলো ডেবরাতে! থাকছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এবং ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপশিল্পের কথা ঘোষনা করেছিলেন।আর সেই কথা মাথায় রেখেই ডেবরাতে খুললো সরকারি চপ দোকান। তবে শুধু চপ নয় সঙ্গে রয়েছে পাঁপড়, বেগুনি, পিঁয়াজি।

বাজারের থেকে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে এই তেলে ভাজা। মুল্য ধার্য করা হয়েছে ৫ টাকা। আর যা কিনতে প্রতিদিন লাইন লেগেছে চপ দোকানে। উল্ল্যখ্য ডিসেম্বর মাসের প্রথম থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতিপুর এলাকায় CADC তে স্বনির্ভর গোস্টীর মহিলাদের নিয়ে শুরু করেছে তেলে ভাজার দোকান। যেখানে ৪০ জন মহিলাকে রোটেশন করে কাজ করানো হবে। প্রতিদিন ৩-৪ ঘন্টার পরিশ্রমে ১০০ টাকা ধার্য করা হয়েছে। যাবতীয় মালপত্র সরকারি ভাবে কিনে দেওয়া হচ্ছে। গোষ্ঠীর মহিলারা শুধু বানাবে আর বিক্রি করবে। প্রতিদিন প্রায় ৩০০-৫০০ গড়ে তেলেভাজা বিক্রি হচ্ছে। বিল দেওয়া হচ্ছে সরকারি ভাবে। প্রতিদিন ব্যাবসায় যথেষ্ট লাভ পাচ্ছে বলে দাবী CADC অধিকর্তার। আর সরকারি মুল্যে চপ খেয়ে বেজায় খুশি খদ্দেররা।

পর্ষদের মহিলারা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরী হওয়া এই দোকানে কাজ করে খুবই খুশি তারা। আগামী দিনে আরো বড় করে বিভিন্ন জিনিসপত্র রেখে বড় ব্যাবসা করার পরিকল্পনা রয়েছে তাদের। যেখানে আগামীদিনে অন্যান্য খাওয়ার জিনিসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে বলে দাবী CADC অধিকর্তা অভিজিৎ নন্দীর। এই সরকারি মূল্যে চপের দোকান এখন জেলাতে কতটা সাড়া ফেলে সেটাই এখন  দেখার।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker