ব্যবসা - বাণিজ্য

এবার ফিক্সড ডিপোজিটের মেয়াদের ওপর ভিত্তি করে সুদের হার বৃদ্ধি হল আইসিআইসিআই এবং ইয়েস ব্যাংকের

আইসিআইসিআই ও ইয়েস ব্যাংকের এফডি-এর সুদের হারের পরিবর্তন

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-

একাধিক সরকারি ও বেসরকারি ব্যাংকের গ্রাহক সংখ্যা বাড়াতে ফিক্সড ডিপোজিটের মেয়াদের ওপর ভিত্তি করে সুদের হারের পরিবর্তনের পন্থাকে অবলম্বন করে আইসিআইসিআই এবং ইয়েস ব্যাংকও সেই একই পথের পথিক হলো। গ্রাহক সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যেই সুদের হার বাড়ানোর পরিকল্পনা এই দুই ব্যাংকের। দুটি ব্যাংকের ক্ষেত্রে ইতিমধ্যেই ২ কোটি টাকা কমের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের হার কার্যকর হয়েছে। ইয়েস ব্যাংকে গত ৩রা নভেম্বর থেকে এবং আইসিআইসিআই ব্যাঙ্কে ৫ই নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

ইয়েস ব্যাংকের ক্ষেত্রে এই সুদের হার হল ৩.২৫ থেকে ৭.৫%। বর্তমানে ৭ থেকে ১৪ দিন মেয়াদের ডিপোজিটের ম্যাচিউরিটির ক্ষেত্রে ৩.২৫ শতাংশ সুদ, ১৫ থেকে ৪৫ দিন মেয়াদের ক্ষেত্রে ৩.৭% সুদ, ৪৬ থেকে ৯০ দিনের মেয়াদের ক্ষেত্রে ৪.১% সুদ, ৯১ থেকে ১৮০ দিন মেয়াদের ক্ষেত্রে ৪.৭৫ শতাংশ সুদ, ১৮১ থেকে ২৭১ দিনের মেয়াদের ক্ষেত্রে ৫.৫% সুদ, ২৭২ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ক্ষেত্রে ৫.৭৫% সুদ, ১ বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের ক্ষেত্রে ৬.৫% সুদ এবং ১৮ মাস থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬.৭৫% সুদ ধার্য করা হয়েছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদে ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত ০.৫% এবং ৩ থেকে ১০ বছর পর্যন্ত ডিপোজিটের ক্ষেত্রে অতিরিক্ত ০.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

আইসিআইসিআই ব্যাঙ্কে ৭ থেকে ২৯ দিনে ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩%, ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের ক্ষেত্রে ৩.৫%, ৪৬ থেকে ৬০ দিনের মেয়াদের ক্ষেত্রে ৩.৭৫%, ৬১ থেকে ৯০ দিনের মেয়াদের ক্ষেত্রে ৪ শতাংশ, ৯১ থেকে ১৮৪ দিনের মেয়াদের ক্ষেত্রে ৪.৫%, ১৮৫ থেকে ২১০ দিনের মেয়াদের ক্ষেত্রে ৫.২৫ শতাংশ, ২৯০ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ক্ষেত্রে ৫.৫%, ১২ মাস থেকে ১৮ মাসের মেয়াদের ক্ষেত্রে ৬.১%, ১৮ মাস থেকে ২ বছর মেয়াদের ক্ষেত্রে ৬.৫%, ২ বছর ১ দিন থেকে ৩ বছরের মেয়াদের ক্ষেত্রে ৬.২%, ৩ বছর ১ দিন থেকে ৫ বছর মেয়াদের ক্ষেত্রে ৬.৩৫ শতাংশ এবং ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য ৬.২৫ শতাংশ সুদ ধার্য করা হয়েছে। আইসিআইসিআই ব্যাংকে প্রবীণ নাগরিকদের জন্য ৫ বছর পর্যন্ত মেয়াদে অতিরিক্ত ০.৫% এবং ৫ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে অতিরিক্ত ০.৭% হারে ফিক্সড ডিপোজিট তহবিলের জন্য সুদ দেওয়া হচ্ছে।।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker