দেশ - বিদেশ

পর পুরুষের প্রতি আসক্তি? স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে টুকরো করে তিস্তা খালে ফেলে দিলেন স্বামী!

শিলিগুড়িতে স্ত্রীকে ২ টুকরো করে তিস্তা খালে ফেলে দিলেন স্বামী!

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :- 

স্বামীর সন্দেহ, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে! আর সেই সন্দেহ থেকেই স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়ে প্রথমে খুন করলেন স্বামী! হত্যার পর লাশ দুই টুকরো করে খালে ফেলে দেয় অভিযুক্ত স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় সংলগ্ন এলাকায়। নিহত গৃহবধূর নাম রেণুকা খাতুন। অভিযুক্ত স্বামীর নাম এমডি আনসারুল।

জানা গিয়েছে, ৬ বছর আগে শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনির বাসিন্দা এমডি আনসারুলের সঙ্গে বিয়ে হয় রেনুকা খাতুনের। সম্প্রতি শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার একটি বিউটি পার্লারে কাজ শিখতেন ওই গৃহবধূ। ঘটনার দিন অভিযুক্ত স্বামী আনসারুল রেণুকাকে বাইকে করে পার্লারে নামাতে আসে। তারপর থেকে রেণুকা নিখোঁজ। এই ঘটনায়, মৃতার পরিবার ২৪শে ডিসেম্বর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করে। মেয়েটির নামে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ।

তদন্তে স্বামী এমডি আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় আনসারুলের উত্তরে অসঙ্গতি পাওয়া যায়, যাতে পুলিশের সন্দেহ হয়। সন্দেহের তীর গিয়ে পড়ে আনসারুলের ওপর। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে চাপের মুখে অভিযুক্ত স্বামী এমডি আনসারুল স্বীকার করে যে, তার স্ত্রী রেণুকা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত বলে সন্দেহ ছিল তার। তাই ২৪শে ডিসেম্বর বেড়াতে যাওয়ার নাম করে স্ত্রীকে নিয়ে ফাঁসিদেওয়া তিস্তা খালে নিয়ে যায় সে। এরপর সেখানে ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে। হত্যার পর ধড় থেকে মাথা আলাদা করে। এরপর ধড় ও মাথা দুটি আলাদা বস্তায় ভরে খালে ফেলে দেয় সে।

অভিযুক্ত স্বামী এমডি আনসারুলের স্বীকারোক্তির পর বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল তিস্তা খালে রেণুকার মরদেহের খোঁজ শুরু করে। এদিকে অভিযুক্ত আনসারুলকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, “২৪শে ডিসেম্বর শিলিগুড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। রেণুকা খাতুনের স্বামীকে পুলিশের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে। লাশ দুই টুকরো করে তিস্তা খালে ভাসিয়ে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল সেখানে তল্লাশি চালাচ্ছে। মেয়েটির পরিবারের সদস্যরাও রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু তথ্যও পেয়েছে পুলিশ”।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker