ভারতীয় লরি চালকদের ওপর দাদাগিরি বাংলাদেশের,লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর
ভারতীয় লরি চালকদের ওপর দাদাগিরি বাংলাদেশের,লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর:-
ভারতীয় লরি চালকদের ওপর দাদাগিরি বাংলাদেশের, লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনা ছড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি চেকপোস্টে। অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রেখে এদিন সকাল থেকে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন লরি চালকরা। বিক্ষোভ দেখানো হয় হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনেও।
লরি চালকদের কেন অন্যায় ভাবে মারধর করা হয়েছে সেই ঘটনারই প্রতিবাদ জানানো হয় এদিন। যা নিয়ে লরি চালকদের তরফ থেকে এদিন হিলি থানা ও হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। বিক্ষোভকারী লরি চালকদের দাবি, ভারতীয় লরি চালকদের বাংলাদেশের পানামা বন্দরে কার্যত বন্দী করে রাখা হয়। গেটের বাইরে জরুরি অবস্থাতেও তাদের যেতে দেওয়া হয়না। যার সুযোগ নিয়ে ওপারের লোকেরা ভারতীয় লরি চালকদের ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ।
ত্রিশ টাকার এক লিটার জল লরি চালকদের ষাট টাকা দিয়ে কিনে খেতে হয়। যে ঘটনা নিয়ে ভারতীয় লরি চালকদের একাংশ প্রতিবাদ জানাতেই লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হতেই এইদিন সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591