
ক্ষুদেদের সুপার মডেল অফ বেঙ্গল জুনিয়র প্রতিযোগিতা! ৮০ জন পড়ুয়া দেখালো তাদের ট্যালেন্ট
বড়দের সঙ্গে পাল্লা দিয়ে ছোটরা
নিজস্ব প্রতিনিধি,খড়গপুর :
এবার শিশুদের নিয়ে সুপার মডেল প্রতিযোগিতা আয়োজন খড়গপুরে। নাম দেওয়া হয়েছে সুপার মডেল অফ বেঙ্গল জুনিয়র ২০২৩। এদিন খড়্গপুরের সেন্ট জেভিয়ার্স, সেন্ট Agnes, Griffin’s,ডনবস্কো,DAV স্কুল, বিদ্যাসাগর শিশু নিকেতন, সহ বিভিন্ন ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত ৩ থেকে ৬ বছর,৭ থেকে ১০ এবং ১১ থেকে ১৪ বছর কিশোর কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় ৮০ জন শিশু ছিল এই সুপার মডেল প্রতিযোগিতায়।
আলোর ঝলকানি এবং সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে নিজেদের ট্যালেন্ট প্রদর্শিত করে তারা। বড়দের থেকে তারা যে কোন অংশে কম যায় না সেটা এদিন দেখিয়ে দিল খড়্গপুর। এই প্রতিযোগিতার আয়োজক ছিল The Stargazer India তাছাড়া এই পুরো অনুষ্ঠানটি হয় খড়গপুর খরিদায় সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে। এই মডেল প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম হয় শেখ রাসুল রানার আপ সাগ্নিক দাস আর মেয়েদের মধ্যে জানভী সিং রানার আপ ঋদ্ধিমা ব্যানার্জি।বড়দের মধ্যে প্রথম হয় দিপ্তদীপ মজুমদার রানার আপ রিত ভৌমিক। এই সমগ্র অনুষ্ঠানের গ্রুমার ছিলেন অভিলাষ সিং রাজপুত সহ অন্যান্যরা।
সংস্থার তরফে প্রিয়াঙ্কা চৌধুরী বলেন “মূলত শিশুদের বিকাশের লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠান। আগামী দিনে যাতে তাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা নিজেদের গড়ে তুলতে সক্ষম হয় তাই এ ধরনের অনুষ্ঠান আরও করা হবে”।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591