
জায়গা বিবাদ কে কেন্দ্র করে বিজেপি -তৃনমূল সংঘর্ষে জখম ২ পক্ষের ৭জন
কেশিয়াড়িতে বিজেপি -তৃনমূল সংঘর্ষে জখম ২ পক্ষের ৭জন
বেঙ্গল সমাচার প্রতিবেদন,কেশিয়াড়ি,১৪ই জুলাই :
শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে কেশিয়াড়ীর খাজরা ২নং অঞ্চলের নয়াগ্ৰাম এলাকায়,,
নয়াগ্ৰাম এলাকায় বিজেপি কর্মীর দোকান ঘর ভাঙচুরের অভিযোগ উঠলো শাসক দল তৃনমুলের দিকে অপরদিকে সম্পুর্ন অভিযোগ অস্বীকার তৃনমূলের।। শুক্রবার তৃনমূলের বেশ কয়েকজন এসে বিজেপি কর্মীর দোকান ঘর ভাঙচুরের সময় প্রতিবাদ করতে এলে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি- তৃনমূল ঘটনায় আহত হয় উভয়পক্ষ ৭জন, ভর্তি খাজরা গ্ৰামীন হাসপাতালে।
বিজেপির কর্মীর পরিবারের লোকের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে ওই জায়গাতে বসবাস করে এবং দোকান করে ব্যাবসা করে l তবে শুক্রবার তৃনমূলের বেশ কয়েকজন এসে তাদের সেই দোকানঘরের উপর হামলা চালায়, ভাঙচুর করে মারধরও করে l যদিও অপর দিকে তৃনমূলের অভিযোগ ওই জায়গাটা খাস জায়গা জোর করে দখল করতে চেয়েছিলো ওই বিজেপি কর্মী l আর তাতে বাধা দিতে আসে গ্ৰামের বেশ কয়েকজন তখনই তাদের উপর চড়াও হয় বিজেপি l
সেই ঘটনায় আহত হয় তৃনমূলের বেশ কয়েকজন কর্মীl পাশাপাশি এলাকার তৃনমূলের অঞ্চল সভাপতি পুরো বিষয় ভিত্তিহীন বলে দাবি করেছেন। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কেশিয়াড়ী পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জোওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে l তবে ইতিমধ্যেই পুরো ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থল থেকে ৩বিজেপি কর্মী কে আটক করেছে কেশিয়াড়ী থানার পুলিশ।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591