
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও এর অধীন কলেজ গুলিতে-শিক্ষার নানা অসঙ্গতি নিয়ে উপাচার্য -কে চিঠি স্যাকটোয়ার
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর উপাচার্য কে চিঠি স্যাকটোয়ার
বেঙ্গল সমাচার, নিজস্ব প্রতিনিধি :-
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার নানা অসঙ্গতি নিয়ে চিঠি দিল স্টেট এডেড কলেজ টিচারদের সংগঠন স্যাকট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু এই পঠনপাঠনে নানা অসঙ্গতি লক্ষ্য করেছে স্যাকট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষানীতি চালু হলেও সেই অনুযায়ী এখনো পুরো চার বছরের সিলেবাস প্রণীত হয়নি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। কোথাও দুই সেমিস্টারের আবার কোথাও বা চার সেমিস্টারের। ফলে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক সকলেই অসুবিধায় পড়ছেন।
সম্পূর্ণ সিলেবাস প্রকাশ না হওয়ায় অসুবিধার সম্মুখীন লেখক ও প্রকাশকগণও। তাঁরা বই লেখা বা প্রকাশের ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন। এর ফল ভুগতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। স্টাডি মেটেরিয়াল এর একান্ত অভাব দেখা দিচ্ছে। একই সঙ্গে পাঠ্য বিষয়ে প্রশ্নের ধরন বা নম্বর বিভাজন নিয়েও ধন্দে আছে ছাত্রছাত্রীরা। নেই কোনো মডেল প্রশ্ন। পরীক্ষা পদ্ধতি নিয়েও নানা সমস্যা। আগে প্রশ্ন রাখা হতো থানায়। পরীক্ষার সকালে প্রশ্ন কলেজে আসতো। কিন্তু এখন কয়েকদিন আগে সরাসরি প্রশ্ন আসে নোডাল সেন্টার কলেজে গুলিতে । ফলে এখানে প্রশ্ন ফাঁস হবার সম্ভাবনা প্রবল। সমস্যা রয়েছে খাতা মূল্যায়ন পদ্ধতিতেও। বছর বছর একই ভেন্যুতে পরীক্ষা হচ্ছে, সেই কলেজের পরীক্ষকরাই মূল্যায়ন করছেন ও অনলাইনে নম্বর পাঠিয়ে দিচ্ছেন, স্ক্রুটিনি হচ্ছে না।
এই বিষয় গুলি অত্যন্ত সংবেদনশীল বলেই মনে করছেন শিক্ষক সংগঠন l স্যাকটোয়ার রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ বলেন, “এগুলির ওপর ছাত্রছাত্রীদের ভবিষ্যত নির্ভর করছে। আশা করি উপাচার্য মহোদয় দ্রুত সমস্যার সমাধান করবেন। সেই সঙ্গে তিনি জানান, রাজ্যের মধ্যে দুই মেদিনীপুর জেলায় এডেড কলেজের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে সব কলেজেই স্টেট এডেড কলেজ টিচারদের সংখ্যা অধিক। তাই উপাচার্যের কাছে সংগঠন থেকে অনুরোধ করা হয়েছে, যাতে কলেজের টিচার্স কাউন্সিলে এই শ্রেণির শিক্ষকদের প্রতিনিধি থাকেন, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে। প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করলে টিচারস কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠ কলেজ টিচারগণের থাকা বাঞ্ছনীয়”।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591