লাইফস্টাইল

লিভ ইন সম্পর্কের ভাঙনে সঙ্গীর বিরুদ্ধে আনা যাবে না ধর্ষণের অভিযোগ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- লিভ ইনে স্বেচ্ছায় একত্রবাস করলে সম্পর্কের ভাঙনে সঙ্গীর বিরুদ্ধে আনা যাবে না ধর্ষণের অভিযোগ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কোনও মহিলা যদি স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে সহবাস করেন, তবে সম্পর্ক ভেঙে গেলে মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করতে পারেন না, সহবাস সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিন পাওয়া প্রসঙ্গে এমনই জানাল সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিক্রম নাথের বেঞ্চ।

মামলা প্রসঙ্গে জানা গিয়েছে, রাজস্থানের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা করেন এক মহিলা। মহিলার অভিযোগ, বছর চারেক আগে ২১ বছর বয়সে তিনি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের একটি কন্যাসন্তানও হয়। ১৯ মে রাজস্থান হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন অভিযুক্ত। কিন্তু রাজস্থান হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

 

‘বার অ্যান্ড বেঞ্চ’-এর খবর অনুযায়ী দুই বিচারপতি জানিয়েছেন, “অভিযোগকারিণী স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। তাই এখন সম্পর্ক ভেঙে যাওয়ার সময় ওই সম্পর্ক ৩৭৬(২)(এন) ধারায় এফআইআর দায়ের করার ভিত্তি হতে পারে না”। এই মর্মে অভিযুক্তের জামিনও মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। তবে আদালত এও জানিয়েছে যে, এই নির্দেশ শুধু আগাম জামিন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বাকি তদন্ত নিজের পথেই চলবে বলে জানিয়েছেন বিচারপতিরা।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker