বাংলার পর এবার দিল্লির পদও হারালেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ
এবার দিল্লির পদও হারালেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ
বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-
২০২১ বিধানসভায় বাংলার হারের পর হারিয়েছিল রাজ্য সভাপতির পদ, এবার দিল্লিতে পদ হারালেন দিলীপ ঘোষ। বাংলায় বিজেপি-কে শূন্য থেকে লড়ার মত নিয়ে যাওয়া মেদিনীপুরের সাংসদ বাংলার পর জাতীয় স্তরেও আসন হারালেন। একটা সময় বাংলা বিজেপির শেষ কথা দিলীপ এখন পদ হারাতে হারাতে বেশ কিছুটা তলিয়ে গেলেন। দিলীপ মানেই বঙ্গ বিজেপি, এমন একটা ধারনা ভেঙে ছিল কয়েক বছর আগে, এবার কার্যত ‘সান্তনা পুরস্কারও হারালেন দিলীপ। মেদিনীপুরের সাংসদ এবার তাঁর রাজনৈতিক কেরিয়ারকে কোন পথে নিয়ে যান সেটা নিয়ে জল্পনা। তাঁর লোকসভা কেন্দ্রেও দিলীপ সেভাবে ভাল জায়গায় নেই। সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুর লোকসভায় একেবারে খারাপ ফল করে পদ্মশিবির। পঞ্চায়েতে দিলীপের নিজের এলাকাতেও হেরেছিল পদ্ম-শিবির।
লোকসভা নির্বাচনের জাতীয় স্তরে বিজেপির সংগঠনে বড় বদল এল। তাতে বাদ পড়লেন দিলীপ ঘোষ। বাংলা থেকে বিজেপির সর্বভারতীয় পদে থাকলেন একমাত্র বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। বিজেপির সর্বভারতীয় সচিব হিসেবে নাম আছে অনুপমের।
২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফলের পর বাংলায় রাজ্য সভাপতির পদ হারান দিলীপ ঘোষ। এরপর তাঁকে দিল্লিতে সাম্মানিক পদ দিয়েছিল বিজেপি। যাতে বাংলায় বিজেপিকে শূন্য থেকে ভাল জায়গায় নিয়ে যাওয়া দিলীপের ক্ষোভ কমে। অমিত শাহ-র ইচ্ছায় দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ দেওয়া হয়েছিল। যে পদে থেকে বড় কিছু ভূমিকা না থাকলেও সম্মানের দিক থেকে বড় ছিল। বছর দুয়েক আগে বাংলার দায়িত্ব সুকান্ত মজুমদার আসার পর থেকে ক্রমশ পিছনের সারিতে চলে গিয়েছেন দিলীপ ঘোষ। ভিন রাজ্যের কিছু ভোটে দল তাঁকে দিয়ে সভা করলেও সেভাবে বড় দায়িত্ব পাননি। দলের সর্বভারতীয় সভাপতি থাকলেও সেভাবে করে দেখানোর সুযোগ পাননি দিলীপ। ২০২১ বিধানসভার পর বাংলায় বিজেপি যত দুর্বল হয়েছে, দিল্লিতে ততই গুরুত্ব হারিয়েছেন দিলীপ। দিলীপের বদলে উচ্চ শিক্ষিত, মার্জিত, ঠান্ডা মাথা তৃণমূল থেকে দলে আসা অনুপমকে ২০২৪ লোকসভা নির্বাচনে কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির।
দিলীপের নেতৃত্বেই ২০১৯ লোকসভায় বাংলা থেকে রেকর্ড ১৮টি আসন জিতেছিল বিজেপি। তখন বিজেপির শেষ কথা হয়ে উঠেছিলেন দিলীপ। কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা বাংলায় বহুবার এসে, রেকর্ড অর্থ খরচের পরেও দিলীপের নেতৃত্বে লড়ে বিজেপি মাত্র ৭৭টি আসন পায়। কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা বাংলায় বহুবার এসে, রেকর্ড অর্থ খরচের পরেও দিলীপের নেতৃত্বে লড়ে বিজেপি মাত্র ৭৭টি আসন পায়।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591