রাজনীতি

সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পশ্চিম মেদিনীপুরের নতুন জেলা সভাপতি নিযুক্ত হলেন বলরাম মন্ডল

পশ্চিম মেদিনীপুরের নতুন জেলা সভাপতি নিযুক্ত হলেন বলরাম মন্ডল

বিশ্বনাথ দাস, পশ্চিম মেদিনীপুর :-

সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পশ্চিম মেদিনীপুরের নুতুন জেলা সভাপতি নিযুক্ত হলেন  বলরাম মন্ডল। সংগঠনের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্য সভাপতি দেবব্রত সরকার ( গগন ) বলরাম মন্ডলকে এই দায়িত্ব প্রদান করেন।

লোকসভা ভোটের আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং জেলার কলেজগুলিতে সংগঠনকে আরও মজবুত করতে এই পদক্ষেপ বলে সংগঠন সূত্রে খবর l

নবনিযুক্ত জেলা সভাপতি  বলরাম মন্ডল

নবনিযুক্ত জেলা সভাপতি  বলরাম মন্ডল বলেন “রাজ‍্য নেতৃত্বকে ধন্যবাদ জানাই, আমাকে যে দায়িত্ব   দেওয়া হয়েছে তা সততা ও  দক্ষতার সাথে পালন করবো,  উচ্চ নেতৃত্ব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ওপর আস্থা রাখায় আন্তরিকভাবে খুশি”।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker