ঘরে বসে কাস্ট সার্টিফিকেট অনলাইনে নিখরচায় বানিয়ে নেওয়ার নতুন নিয়ম জারি
ঘরে বসে কাস্ট সার্টিফিকেট অনলাইনে নিখরচায় বানিয়ে নেওয়ার পদ্ধতি
বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-
সরকারি অফিসে আর কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে কাস্ট সার্টিফিকেট জোগাড় করার দিন শেষ। এবার থেকে আবেদনকারী নিজেই অনলাইনে ঘরে বসে অতি সহজেই হাতে পাবেন। নিম্নলিখিত কিছু সহজ নিয়ম ধাপে ধাপে পালন করলেই কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১লা নভেম্বর থেকেই অনলাইনে পাওয়া যাবে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র। এর জন্য আবেদনকারীর ছবি প্রয়োজন হবে। সম্পূর্ণ বিনামূল্যেই এই আবেদন করা যাবে। সাধারণ মানুষের হয়রানি কমাতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ওয়েবসাইট থেকে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করার নিয়মাবলী :-
১) প্রথমে castcertificatewb.gov.in সরকারি ওয়েবসাইটটি ওপেন করতে হবে,
২) Apply for SC/ ST/ OBC আবেদনকারীর প্রয়োজন অনুসারে অপশন সিলেক্ট করতে হবে। এর সঙ্গে কাস্ট, ট্রাইব অথবা কমিউনিটি সিলেক্ট করতে হবে,
৩) এরপর জেলা, সাব ডিভিশন অথবা ব্লক ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে,
৪) নিজের নাম এন্টার করতে হবে,
৫) বাবার নাম এন্টার করতে হবে,
৬) মোবাইল নম্বর এন্টার করতে হবে,
৭) ইমেইল আইডি এন্টার করতে হবে,
৮) ভোটার কার্ড, আধার কার্ড এবং খাদ্য সাথী কার্ডের নম্বর এন্টার করতে হবে।
৯) জন্ম তারিখ ও স্থান এন্টার করতে হবে,
১০) এরপর বর্তমান ঠিকানা অর্থাৎ জেলা, পুলিশ স্টেশন, ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত, গ্রাম বা পাড়া বা বাড়ির নম্বর পোস্ট অফিস ও পিন কোড এন্টার করতে হবে,
১১) স্থায়ী ঠিকানা এন্টার করতে হবে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক হলে ইয়েস অপশন চুজ করতে হবে,
১২) ভারতীয় নাগরিকত্ব বাছাই করতে হবে,
১৩) ধর্ম ও লিঙ্গ বাছাই করতে হবে,
১৪) বাবা মা অথবা পরিবারের অন্য কোনো আত্মীয়ের কাস্ট সার্টিফিকেট থাকলে সেই ব্যক্তির নাম, আবেদনকারীর সাথে সম্পর্ক, সার্টিফিকেটের নম্বর, সার্টিফিকেট ইস্যুর তারিখ ও প্রদানকারী কর্তৃপক্ষের নাম এন্টার করতে হবে,
১৫) ২ জন স্থানীয় রেফারেন্সের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে,
১৬) অন্য কোনো দেশ অথবা রাজ্য থেকে স্থানান্তরিত হলে উত্তরে হ্যাঁ লিখে মাইগ্রেশন সার্টিফিকেটের ইস্যু ডেট, দেশ অথবা রাজ্য, জেলা, পুলিশ স্টেশন, গ্রাম বা ওয়ার্ড ও স্থানান্তরের সাল উল্লেখ করতে হবে,
১৭) এবার নিচে সেভ এন্ড কন্টিনিউ অপশনটি সিলেক্ট করতে হবে,
১৮) ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করলে বাবা-মায়ের রোজগারের বিস্তারিত তথ্য জানিয়ে কন্টিনিউ বাটন সিলেক্ট করতে হবে,
১৯) মা-বাবা এবং নাবালক সন্তানদের মালিকানাধীন মোট চাষের জমির পরিমাণ জানাতে হবে,
২০) মা-বাবার মোট আয় এবং সম্পত্তির হিসাব দিতে হবে,
২১) এবার সেভ এন্ড কন্টিনিউ বাটন সিলেক্ট করতে হবে,
২২) পরবর্তী পেজে ছবিসহ সব নথি ভুক্তিকরণ করতে হবে,
২৩) বয়সের প্রমাণ, নাগরিকত্বের প্রমাণ ও স্থানীয় ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে,
২৪) এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে,
২৫) অটো জেনারেটেড এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে।
এই স্থানে একটি একনলেজমেন্ট নম্বর দেওয়া থাকবে। সেই নম্বরটি আবেদনকারীকে নিজের কাছে রাখতে হবে।
আবেদনকারীর আবেদন পত্রটি জমা দেওয়া হয়ে গেলে তা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে পৌঁছবে সত্যতা যাচাইয়ের জন্য। তারপর অনলাইনে কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করা যাবে। এই স্থানে উল্লেখ্য, ইতিমধ্যেই আবেদনকারীর কাছে কাস্ট সার্টিফিকেট থাকলে তাও অনলাইনে ডাউনলোড করা যাবে।
এ তো গেল আবেদন করার পালা। এবার কাস্ট সার্টিফিকেটটি অনলাইনে ডাউনলোড করার পদ্ধতিটিও জেনে নেওয়া যাক :-
১) Castcertificatewb.gov.in ওয়েবসাইটটি খুলতে হবে,
২) ডাউনলোড সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করতে হবে,
৩) এখানে সার্টিফিকেট নম্বর অথবা এপ্লিকেশন নম্বরটি এন্টার করতে হবে,
৪) আবেদনকারীর নাম ও জন্ম তারিখ এন্টার করতে হবে,
৫) এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করতে হবে।
ডাউনলোড করে সার্টিফিকেটটি প্রিন্ট করিয়ে নিতে পারে আবেদনকারী। উপরিউক্ত উপায়ে খুব সহজেই ঘরে বসে বিনা খরচাতেই আবেদনকারী কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে।।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591