শিক্ষা

ডঃ বি.আর.আম্বেদকরের জয়ন্তী  উদযাপন উপলক্ষে একদিবশীয় জাতীয় ওয়েবিনার অনুষ্ঠিত হলো

ডঃ বি.আর.আম্বেদকরের জয়ন্তী উদযাপন উপলক্ষে একদিবশীয় জাতীয় ওয়েবিনার

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :

ডঃ বি. আর. আম্বেদকরের জন্ম-জয়ন্তী উপলক্ষে “ওয়েস্ট বেঙ্গল ইন্সটিটিউট অফ দলিত স্টাডিজ এন্ড রিসার্চ” সংগঠনের উদ্যোগে “ডঃ বি. আর. আম্বেদকরের দৃষ্টিভঙ্গি পুনঃবিবেচনা” এই বিষয়ের ওপর এক দিবসীয় জাতীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ডঃ দেবী চ্যাটার্জী , বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অনিল বিশ্বাস  এবং নিউ দিল্লির মানভি ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড টেকনোলজি কলেজের প্রিন্সিপাল  ডঃ মুক্তা গোয়েল। এদিন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ডক্টর কীর্তিবাস দত্ত স্বাগত ভাষণের মধ্য দিয়ে জাতীয় আলোচকচক্রের সূচনা করেন।

ডঃ দেবী চট্টোপাধ্যায় ভারতের দলিত আন্দোলন এবং আম্বেদকর বিষয়ে আলোচনা করেন। ডঃ অনিল কুমার বিশ্বাস সমাজে মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গে আম্বেদকরের অবদান এর উপর আলোচনা করেন । এছাড়াও ডঃ মুক্ত গোয়েল ডঃ বি. আর. আম্বেদকরের শিক্ষা -চিন্তা বিষয়ের ওপর আলোকপাত করেন।

পরবর্তী পর্যায়ে প্রশ্ন-উত্তর পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং আলোচকরা সেই বিষয়ে আলোকপাত করেন। অধ্যাপিকা শ্রীপর্ণা মন্ডল ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এদিনের এক দিবসী জাতীয় আলোচনা চক্রের সমাপ্তি ঘোষণা করেন।সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করের কনভেনার অধ্যাপক প্রদীপাদিত্য সিং ও সহ-কনভেনার অধ্যাপক সুদীপ মন্ডল। এদিনের আলোচনায় ৪৬৫ অংশগ্রহণ করেন।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker