শহর মেদিনীপুর

হোসনাবাদে পুরাতন মসজিদ সংলগ্ন- ইসলামিয়া মক্তবের তৃতীয় বর্ষ বাৎসরিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Prize Distribution Ceremony of Islamia Maktab Third Year Annual Examination

বেঙ্গল সমাচার,নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুর পুরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের  হোসনাবাদে পুরাতন মসজিদ সংলগ্ন- ইসলামিয়া মক্তবের তৃতীয় বর্ষ বাৎসরিক পরীক্ষার পুরস্কার বিতরণ এবং অভিভাবক- সভায় মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়l এছাড়াও তাৎক্ষনিক ‘কিরাত, নাও এবং মিরাতের প্রতিযোগীতা সহ মোট ১৬০ জন ছাত্র ছাত্রীদের কে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে আগত বক্তাগন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে মোবাইল ফোন থেকে দূরে সরে গিয়ে ব‌ই কে আপন করে নিতে, এর চেয়ে বড় বন্ধু এই দুনিয়ায় নেই l বই থেকে প্রাপ্ত জ্ঞান কোনোদিন তোমাদের ছেড়ে চলে যাবে না ভবিষ্যত জীবনে উন্নতির পথে সহায়ক হবে । অনুষ্ঠানটি পরিচালনা করেন ইস্লাম সেক জালালুদ্দিন সাহেব ও মোতয়াল্লী ডাঃ সৈয়দ মহম্মদ হোসেন।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker