বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-
চলতি বছরে বৃষ্টি খুব বেশি না হওয়ার কারণে অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসী। কিন্তু পুজোর অবসানে হেমন্তের আগমন ঘটলো বঙ্গে। এসি চালানোর দিন অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। এবার পাখা বন্ধ করে গায়ে পাতলা চাদর টেনে ঘুম থেকে ওঠার দিন শুরু হল।
শনিবার ২৯শে অক্টোবর ছিল গত ১০ বছরের মধ্যে কলকাতার শীতলতম দিন। একদিনের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ পতন হয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস। এই সপ্তাহের শেষের দিকে শৈত্য প্রভাব আরো কিছুটা বাড়বে বলে আশা করা যায়।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী কিছুদিন বেলার দিকে তাপমাত্রা বাড়লেও সকালের দিকে মনোরম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২% থাকার কারণে শিশির বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো লক্ষণ আপাতত নেই।।