
বেঙ্গল সমাচার, নিজস্ব প্রতিবেদন :
রাজ্যের মুখ্য সচিব মনীশ জৈনের কাছে নিজেদের দাবিদাওয়া পেশ করলো স্টেট এডেড কলেজ টিচার্স’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (স্যাকটোয়া)। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ মুখ্য সচিবের কাছে স্টেট এডেড কলেজ টিচারদের বেতনবৃদ্ধি, নানা সুযোগসুবিধা সহ আট-দফা দাবিদাওয়া সংবলিত একটি পত্র পেশ করেন।
রাজ্যের গভর্নমেন্ট এডেড কলেজ গুলির প্রায় প্রতি কলেজেই সাবস্টেন্টিভ প্রফেসরদের তুলনায় স্টেট এডেড কলেজ টিচারদের সংখ্যা অধিক। কলেজ শিক্ষার একটি মূল ভিত্তি স্টেট এডেড কলেজ টিচারগণ। ক্লাস ও অন্যান্য অফিসিয়াল কাজে এই শিক্ষকদের সাবস্টেন্টিভ প্রফেসরদের সমান কাজই করতে হয়। অথচ এঁরা মাসে একটা সাম্মানিক পেয়ে থাকেন। কোনো মহার্ঘ্য ভাতা বা পেনশন নেই, নেই প্রভিডেন্ট ফান্ড। কলেজের টিচার্স কাউন্সিল বা গভর্নিং বডিতেও এঁরা থাকেন না।
তাই মুখ্য সচিবের কাছে নিজেদের দাবিদাওয়া সংবলিত পত্র প্রেরণ করেছেন । সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ বলেন, ‘ইতিমধ্যে আমরা বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং ডিপিআই, বিধানসভার উচ্চশিক্ষা বিষয়ক স্থায়ী কমিটি ও আনুষঙ্গিক সব দপ্তরে আমাদের দাবিদাওয়া পেশ করেছি। আজ মুখ্য সচিবকেও জানিয়েছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591