
মাত্র 11 সেন্টিমিটারের মাইক্রো আর্টের সরস্বতী প্রতিমা! তাক লাগালো চন্দ্রকোনার যুবক
পুজোতে ছোট্ট প্রতিমা
নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা :
মাত্র 11 সেন্টিমিটারের মাইক্রো আর্টের সরস্বতী প্রতিমা! তাক লাগালো চন্দ্রকোনার যুবক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 3 নং ওয়ার্ড রঘুনাথপুরের যুবক শুভজিৎ প্রামাণিক।পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই ছবি আঁকা ও পরে মাইক্রোআর্টে হাত পাকায় শুভজিৎ। গত চারবছর ধরে বিভিন্ন মাইক্রোআর্টের কাজ করে চলেছে সে। শুভজিৎ এর হাতের তৈরি ওই সমস্ত একাধিক মাইক্রো আর্টের জিনিস আগেই নজর কেড়েছে।
একাজে ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে সে। ইংরেজিতে অনার্স সম্পন্ন করে বর্তমানে কম্পপিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শুভজিৎ প্রামাণিক। তারই ফাঁকে এই মাইক্রোআর্টের কাজ করে নিজের শিল্পকর্ম ফুটিয়ে তোলে। খবরের কাগজ কাটিং করে তা রোলিং করে মাত্র 11 সেন্টিমিটার উচ্চতার সরস্বতী ঠাকুর তৈরি করে তাক লাগালো চন্দ্রকোনার এই কৃতি যুবক।
শুভজিৎ জানায়,খবরের কাগজ কাটিং করে এবং তাকে রোলিং করে সরস্বতী ঠাকুর তৈরি করা হয় এবং তার উপর রংয়ের কারুকার্য করা হয়। এর উচ্চতা মাত্র 11 সেন্টিমিটার যা বানাতে সময় লেগেছে 2 দিন।কাগজের রোলিং করে আস্ত সরস্বতী ঠাকুর শুধুই নয়, সরস্বতীর বাহন হাঁস থেকে শুরু করে বিদ্যাদেবীর বাণী বন্দনায় একই সাথে বীণা, হারমোনিয়াম, ডিগি-তবলা রয়েছে শুভজিৎ এর এই নিপুণ কারুকার্যে।
সরস্বতী পুজোতে শুভজিৎ এর এই নিপুণ শিল্পকর্ম রীতিমতো নজর কেড়েছে সকলের। সবাই অপেক্ষা করছে তার কারুকার্য দেখার।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591