বিরোধী দলনেতার সঙ্গে মুখোমুখি একসময় মুখ্যমন্ত্রীর কাছে মাওবাদী তকমা পাওয়া ঝাড়গ্রামের শিলাদিত্য
একসময় মুখ্যমন্ত্রীর কাছে মাওবাদী তকমা পাওয়া ঝাড়গ্রামের শিলাদিত্য
নিজস্ব প্রতিনিধি, পীড়াকাঠা :-
১১ বছর আগের ঘটনা। অম্বিকেশ মহাপাত্রর পাশাপাশি আর একজনের নাম চর্চায় উঠে এসেছিল। তিনি ঝাড়গ্রামের কৃষক শিলাদিত্য চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় সারের দাম নিয়ে প্রশ্ন করে, পেশায় কৃষক, শিলাদিত্যর কপালে জুটেছিল মাওবাদী তকমা। শুধু কি মাওবাদী তকমা! সঙ্গে হাজতবাসের অপমান এবং আতঙ্ক। জীবনের সেই অধ্যায় নিয়ে কথা বলতে গেলে আজও শিউড়ে ওঠেন শিলাদিত্য। তিনি বলেন, “দিদিকে প্রশ্ন করেছিলাম, ধানের দাম কম কেন, সারের দাম বেশি কেন! দিদি আমাকে মাওবাদী তকমা দিয়ে গ্রেফতার করান। দু’দিন পর বিনপুরে লকআপে পুরে দেয়।”
এবার সেই শিলাদিত্যই শালবনির পিড়াকাটাতে শুভেন্দুকে দেখতে পেয়েই বাসের জানালা দিয়ে মুখ বের করে হাত মেলালেন বিরোধী দলনেতার সাথে।
উল্লেখ্য, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভীমপুরে একটি রোড শো করা হয় বিজেপির তরফে। বিজেপি প্রার্থীদের প্রচারের উদ্দেশ্যে আয়োজন করা সেই রোড শো তে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোড শো ভীমপুর থেকে পিড়াকাটার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি বাসে করে আসছিলেন মুখ্যমন্ত্রীর কাছে মাওবাদী তকমা পাওয়া শিলাদিত্য চৌধুরী। বিরোধী দলনেতাকে দেখতে পেয়েই বাসের ভেতর থেকে জানালা দিয়ে মুখ বের করে দিয়ে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেন তিনি। বিরোধী দলনেতার সাথে হাতও মেলান শিলাদিত্য চৌধুরী।
আর তার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তাহলে কি একসময় মুখ্যমন্ত্রীর কাছে মাওবাদী তকমা পাওয়া শিলাদিত্য চৌধুরী যোগদান করতে চলেছেন বিজেপিতে? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591