শহর মেদিনীপুর
ভোটের সময়ে ছট কাক ভোরে কংসাবতী নদীতে পূজো দিলেন সুজয় হাজরা
ভোটের সময়ে ছট কাক ভোরে কংসাবতী নদীতে পূজো দিলেন সুজয় হাজরা
বেঙ্গল সমাচার, নিজস্ব প্রতিনিধি :–
পবিত্র ছট পূজা উপলক্ষ্যে মেদিনীপুর শহরের DAV স্কুলের পাশে কংসাবতী নদী ঘাটে আজ ভোরে ছট পূজার ভক্তদের কাছে উপস্থিত হয়ে সূর্য দেবতাকে পুজো করেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা।
প্রার্থীর সঙ্গে ছিলেন খড়গপুর গ্রামীন বিধানসভার বিধায়ক শ্রী দিনেন রায়, মেদিনীপুর শহরের সভাপতি শ্রী বিশ্বনাথ পাণ্ডব প্রমুখ।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591