
পেনাল্টি বক্সে গোল মারলেন পুলিশ সুপার আর গোল রক্ষক তৃণমূলের জেলা সভাপতি !
পেনাল্টি বক্সে গোল মারলেন পুলিশ সুপার আর গোল রক্ষক তৃণমূলের জেলা সভাপতি !
বেঙ্গল সমাচার, নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর :–
পেনাল্টি বক্সে বল রেখে গোল মারলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। আর গোল রক্ষক তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ ৫ জন সকলেই গোল খেলেন।এভাবেই শুরু হলো জঙ্গল কন্যা মহিলা ফুটবল কাপ ।
দেশের হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যের মহিলা ফুটবল দল খেলায় অংশ নিয়েছে। দুদিন ধরে এই খেলা চলবে।
সি.এ.বি সদস্য দক্ষ ক্রীড়া সংগঠক সুজয় হাজরা জানান, “তরুণ সংঘ ক্লাবের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর ফলে মহিলাদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে”।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি, সমাজসেবী শান্তনু চক্রবর্তী , সুতনু চক্রবর্তী, তপন ভকত , নন্দলাল ভকত , নির্মাল চক্রবর্তী প্রমূখ।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591