বেঙ্গল সমাচার প্রতিবেদন, মেদিনীপুর, ৩০ জুলাই :
তরুণ সংঘ বেয়ামাগার এবং লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর সেন্ট্রাল এর যৌথ উদ্যোগে জাপানে অনুষ্ঠিত ওয়াল্ড মাস্টার অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সম্বর্ধিত এবং সাফল্য কামনা করা হলো। এই দুই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী সমস্ত ক্রীড়াবিদদের সম্বর্ধনা দেওয়া হয় এদিন। এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যামাগার।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সংঘ ব্যামাগারের সভাপতি লায়ন উদয়রঞ্জন পাল, তরুণ সংঘ বেয়ামাগারের সম্পাদক নন্দলাল ভকত, ক্রীড়া সম্পাদক লায়ন তপন ভকত , সহ-সভাপতি প্রসেনজিৎ সাহা, বিশিষ্ট সমাজসেবী আবির আগরওয়াল, লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন সুশান্ত চক্রবর্তী, সম্পাদিকা লায়ন তাপসী দে, লায়ন আশিস ভকত সহ অন্যান্যরা । এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন সুমন চ্যাটার্জী
এ দিনের এই অনুষ্ঠানে সম্বর্ধনার মধ্যে দিয়ে ক্রীড়াবিদদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা এবং সাফল্য কামনা করা হয়।