
নিজস্ব প্রতিনিধি,ঘাটাল :
মাঝে দুবছর কোভিড বিপর্যয় এরপর ফের অভিনেতার হাত ধরে উদ্বোধন হলো ঘাটাল উৎসব ও শিশু মেলার।মূলত পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করে রঞ্জিত মল্লিক। মূলত কোভিড বিপর্যয়ের পর আবার মেলায় সামিল হয়েছে ঘাটাল।
মহাধূমধাম করে উদ্বোধন হল ঘাটাল উৎসব ও শিশু মেলা।মেলার উদ্বোধন করেন চলচ্চিত্র জগতের অভিনেতা রঞ্জিত মল্লিক,উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ একাধিক জনপ্রতিনিধি থেকে প্রশাসনের আধিকারিকা।ঘাটাল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা,কুচকাওয়াজ এবং মুল মঞ্চে প্রদীপ প্রজ্বলন,পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন হয়।এবছর ঘাটাল উৎসব ও শিশু মেলা ৩৪ তম বর্ষে পড়লো,ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে ১০ দিন ধরে চলবে এই মেলা।মেলায় নানান বিকিকিনির দোকানের পাশাপাশি কৃষি ও চিত্র প্রদর্শনীর স্টলও থাকছে।এছাড়াও মেলা কদিন বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সাথে সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন রয়েছে যেখানে হাজির থাকবেন নামি-দামি শিল্পীরা।
যদিও এদিনের এই ঘাটাল উৎসব মেলাতে দেখা যায়নি অভিনেতা দীপক অধিকারী ওরফে সাংসদ দেব কে। অনুপস্থিত দেব কে নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। দেবের অনুপস্থিতির কারণ হিসেবেও উঠছে নানা প্রশ্ন।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591