Categories
আবহাওয়া

বেলা বাড়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রা! জেলাজুড়ে বইছে লু

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :-

গ্রীষ্মকাল এখনও খাতায় কলমে শুরু হয়নি। তার আগেই প্রখর রোদের তাপ ও গরমে নাজেহাল পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রা। জেলাজুড়ে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রসঙ্গত এবছর বসন্তের শুরু থেকেই গরমের পরিমাণ বাড়ছে। দিনের পর দিন বাড়ছে রোদের তাপ। গরমের আগেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাচ্ছে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তাপপ্রবাহের আশঙ্কা করছে স্থানীয় হাওয়া অফিস।

সবুজে ঘেরা জঙ্গলমহল এলাকা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে তাপপ্রবাহের আশঙ্কা করছেন সকলে। সকাল দশটা পেরোতে না পেরেতেই বাজার, রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। বেলা বারোটার পর থেকে সেই তাপমাত্রার পরিমাণ ক্রমশ বাড়বে বলে জানিয়েছে স্থানীয় হাওয়া অফিস।

বাড়ির বাইরে বেরলে হাত মুখ ঢেকে বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শুধু তাই নয় প্রতিনিয়ত ওআরএস কিংবা স্যালাইন জল খাওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

আবহাওয়া দফতর সূত্রে মনে করা হচ্ছে, এই সপ্তাহে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বিকালের দিকে বেশ কিছু জায়গায় সামান্য কালবৈশাখী সৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা জুড়ে। প্রাক গ্রীষ্মেই লু প্রবাহের আশঙ্ক।