ব্যবসা - বাণিজ্য

গ্রাহকদের এক টাকাও নষ্ট হবে না! এসবিআই-সহ এই তিনটি ব্যাঙ্ককে সবচেয়ে নিরাপদ বলে ঘোষণা আরবিআই-এর

আরবিআই-এর মতে দেশের সবচেয়ে নিরাপদ তিনটি ব্যাঙ্ক

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :- 

ভারতের নিরাপদ ব্যাঙ্ক কোনটি (সেফেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)? টাকা রাখার সবচেয়ে নিরাপদ জায়গা কোথায়? এই প্রশ্নগুলো কি আপনাদের মনে আসে? তাই আপনাদের জানিয়ে রাখি রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে তারা জানায় দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক কোনটি। এই তালিকায় একটি সরকারি ও দুটি বেসরকারি ব্যাংক রয়েছে।

কোনো বড় ব্যাংক কোনো কারণে অধঃপতিত হলে শুধু গ্রাহকরাই ক্ষতিগ্রস্ত হন না। ভোক্তাদের পাশাপাশি দেশের অর্থনীতিও চাপে পড়ে যায়। তাই মানুষ সবসময় তাদের কষ্টার্জিত উপার্জন সঞ্চিত রাখার জন্য নিরাপদ ব্যাংক খোঁজে। সম্প্রতি দেশীয় পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংকের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গত বছরের তালিকায় থাকা কয়েকটি ব্যাংকও রয়েছে তালিকায়। তাই, এগুলোই সবচেয়ে নিরাপদ ব্যাংক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক। তালিকায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কও। কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় এমন ব্যাংকের নাম রয়েছে যাদের পতন দেশের ব্যাংকিং পরিষেবাগুলিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

এই সমস্ত ব্যাঙ্কগুলি RBI দ্বারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়। তালিকাভুক্ত ব্যাঙ্কগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ব্যাঙ্কগুলি ‘টিয়ার-১ ইক্যুইটি’ হিসাবে কিছু সম্পদ রাখে। স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে তা ০.৬০ শতাংশ। এটি HDFC এবং ICICI ব্যাঙ্কের জন্য ০.২০ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের এই তালিকাটি ভারতের অর্থনৈতিক ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আগস্ট মাসে ব্যাঙ্কগুলিকে রেট দেয়। এই রেটিং ব্যাঙ্কগুলির ব্যবসায়িক হারের উপর ভিত্তি করে। এরপর দেশের গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় এখনও পর্যন্ত মাত্র ৩টি ব্যাংক স্থান পেয়েছে। এসব ব্যাংক যেন কোনোভাবেই ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখা হয়। এমনকি সরকারের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হয়।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker