ভোট পরবর্তী হিংসা পশ্চিম মেদিনীপুরে! বৃদ্ধ বিজেপি ইলেকশন এজেন্টকে মারধর তৃণমূলের
বৃদ্ধ বিজেপি ইলেকশন এজেন্টকে মারধর তৃণমূলের
বেঙ্গল সমাচার প্রতিবেদন, দাঁতন, ১৪ই জুলাই :
ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলাতেও। দাঁতন এর তররুই গ্রামে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ইলেকশন এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছি, আক্রান্ত বিজেপি নেতার নাম পূর্ণ চন্দ্র। এলাকার সক্রিয় বিজেপি নেতা বলেই পরিচিত এই বিজেপি নেতাকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল বলে ও অভিযোগ। উল্লেখ্য দাঁতনের এই এলাকা বছরের অন্যান্য সময়ও শাসকবিরোধী সংঘর্ষে উত্তপ্ত থাকে। পঞ্চায়েত ভোটের আগে থেকেই এই এলাকায় ছিল চাপা উত্তেজনা। জেলার অন্যান্য জায়গার মতোই এখানেও নির্বাচনে ভালো ফল করেছে শাসক দল তৃণমূল।
আর এরপরই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। জেলের কোথাও কোনো ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে না বলেই দাবি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591