টেকনোলজি

অচেনা নম্বর থেকে ফোন এলে এবার থেকে জানতে পারবেন ব্যক্তির নামও; বিশেষ সুবিধা আনতে চলেছে ‘ট্রাই’

ট্রাই'-এর বিশেষ সুবিধা লাগু হতে চলেছে ফোনে

বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক :-

ফোনে কোনো অচেনা নম্বর থেকে কল আসলেই মনের মধ্যে প্রথম প্রশ্ন আসে, “এটা আবার কার নাম্বার রে বাবা”! ফোনে অচেনা নম্বর জানার বিশেষ অ্যাপ থাকলে ভালো, না হলে সমস্যা আরো বাড়ে। ট্রুকলার অ্যাপ থাকলেও অনেক সময়ই কলারের বিশদ বিবরণী পাওয়া যায় না। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে ‘ট্রাই’ অর্থাৎ ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নিয়ে আসতে চলেছে বিশেষ সমাধান, যাতে এবার থেকে ফোনে নম্বর দেখার সাথে সাথে ব্যক্তির নামও ফুটে উঠবে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই পরিষেবা চালু হতে চলেছে বলে সূত্র মারফত জানা যায়।

ব্যস্ত সময়ের মাঝে হঠাৎ এমন কিছু ফোন আসে যা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন লোনের জন্য ফোন, ক্রেডিট কার্ডের জন্য ফোন ইত্যাদি। এতে অনেক সময় মানুষের উপকার হয় ঠিকই কিন্তু বেশিরভাগ সময়ই মানুষ প্রতারণার ফাঁদে পড়ে যায়।

 

ট্রুকলার অ্যাপ ফোনে থাকলে একটি বিশেষ সুবিধে হয়। কে ফোন করছে তার নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে ভেসে ওঠে। তবে এক্ষেত্রেও যে ১০০% পরিষেবা পাওয়া যায় তা নয়। আবার কিভাবে গুগল প্লে স্টোর থেকে ট্রুকলার অ্যাপ ডাউনলোড করতে হয় অনেকেই পারেন না। এইসব সমস্যা থেকে মুক্তি দিতে এবার উদ্যোগ নিয়েছে ‘ট্রাই’।

নতুন সিম কেনার সময় গ্রাহকরা তাদের ব্যক্তিগত তথ্যসম্বলিত নথি টেলিকম অপারেটরদের কাছে জমা দিয়ে তবেই নতুন সিম কেনে। এবার সেই সব নথিকে কাজে লাগিয়েই ‘ট্রাই’ আনতে চলেছে এক বিশেষ ধরনের সুবিধা, যাতে আপনার কাছে ফোন এলেই আপনি স্ক্রিনে ভেসে ওঠা নাম এবং নম্বর দেখে বুঝতে পারেন যে ফোনটি তোলা আদৌ জরুরি কিনা।

যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591

Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker