
বিশ্বের সবচেয়ে ‘খুশি’র দেশ ফিনল্যান্ড, তালিকায় পাকিস্তান-বাংলাদেশের পরে ভারতে’র স্থান!
বেঙ্গল সমাচার, ডিজিটাল ডেস্ক:- মানুষের নিজস্ব খুশির মূল্যায়নের পাশাপাশি অর্থনৈতিক এবং সামাজিক তথ্য-সহ নানা বিষয়ের উপর ভিত্তি করে রাষ্ট্রসংঘ তৈরি করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা ‘সুখী’ দেশের তালিকা। এটি শূন্য থেকে ১০ স্কেলে একটি সুখের রেটিং নির্ধারণ করে, যা তিন বছর সময়ের ডেটার গড়ের উপর ভিত্তি করে তৈরি। আর এখানেই সমৃদ্ধিতে সর্বাধিক বৃদ্ধির রেকর্ড করেছে সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া। অর্থনৈতিক পতনের সম্মুখীন লেবানন রয়েছে ১৪৫ নম্বরে। টানা পঞ্চমবার রাষ্ট্রসংঘের বার্ষিক সূচকে ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে।
তার ঠিক উপরে রয়েছে জিম্বাবোয়ে (১৪৪)। সবচেয়ে অসুখী দেশে হিসাবে তালিকায় স্থান পেয়েছে আফগানিস্তান। ১৪৬টি দেশের সূচকে শেষ স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। গত আগস্টে তালিবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে তার মানবিক সংকট আরও গভীর হয়েছে। ইউনিসেফ অনুমান করেছে যে, চিকিৎসা না পেলে পাঁচ বছরের কম বয়সি এক মিলিয়ন শিশু এই শীতে অনাহারে মারা যেতে পারে। গত বছরের তালিকায় ভারতের অবস্থান ছিল ১৩৯ নম্বরে। চলতি বছরে সামান্য উন্নতি ঘটিয়ে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ (৯৯) ও পাকিস্তানের (১০৩) পরে ১৩৬ নম্বরে রয়েছে ভারত।
যদিও এই হ্যাপিনেস রিপোর্ট বা World Happiness Report 2022 অবশ্য তৈরি হয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে। উত্তর ইউরোপীয়রা বরাবরই সুখের ব্যাপারে তালিকার উপরের দিকে আধিপত্য বিস্তার করে। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস গড়ে সুখী দেশ। সুখের ব্যাপারে আমেরিকা তিন ধাপ উঠে ১৬তম স্থানে এসেছে। তারা ব্রিটেনের চেয়ে এক ধাপ এগিয়ে। ফ্রান্স উঠে এসেছে ২০ নম্বরে। কোভিডের আগে এবং পরে মানুষের আবেগ তুলনা করার জন্য সামাজিক মিডিয়া থেকে ডেটা ব্যবহার করা হয়েছে। ১৮টি দেশে উদ্বেগ এবং দুঃখ বেড়েছে। তবে রাগের অনুভূতি হ্রাস পেয়েছে।
✴️একনজরে দেখেনিন বিশ্বের প্রথম ১০ সুখী দেশের নাম:-
১. ফিনল্যান্ড
২. ডেনমার্ক
৩. আইসল্যান্ড
৪. সুইজারল্যান্ড
৫. ন্যাদারল্যান্ডস
৬. লাক্সেমবার্গ
৭. সুইডেন
৮. নরওয়ে
৯. ইজরায়েল
১০. নিউজিল্যান্ড
যেকোনো ধরনের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 8918270591